টলিউডের সবচেয়ে জনপ্রিয় ও ভালোবাসা পাওয়া দম্পতিদের তালিকার শীর্ষে যে নামটি বারবার উঠে আসে, তা হল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। দুই তারকার সাফল্যের পাশাপাশি তাঁদের সম্পর্ক, পারিবারিক বন্ধন ও একে-অপরকে আগলে রাখার গল্প আজ সাধারণ মানুষ থেকে সিনে-প্রেমী— সকলেরই প্রিয়। দেখতে দেখতে বিয়ের সাতটি বছর পেরিয়ে, দুটি সন্তানের হাত ধরে আজ আরও পরিণত, আরও দৃঢ় হয়েছে ‘রাজশ্রী’–র সংসার।
শ্বশুরবাড়িতে রানি শুভশ্রী
একবার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এ এসে শুভশ্রী নিজের শ্বশুরবাড়ির অভিজ্ঞতা খুলে বলেছিলেন। তিনি জানান, বিয়ের পর থেকেই শাশুড়ি তাঁকে যেন আগলে রেখেছেন অতিরিক্ত মমতায়। ঘরের কোনও কাজই করতে দিতে চান না রাজের মা। সকালে ঘুম থেকে উঠলেই প্রথম কফিটা হাতে নিয়ে হাজির হন শাশুড়ি— যেন ঘরের নতুন বউমা নয়, সকলের আদরের মেয়ে।
শুভশ্রী আরও বলেন, বিয়ের আগে রান্নার প্রতি তাঁর খানিক ঝোঁক ছিল। ভাবতেন, বিয়ের পর সেই স্কিল আরও শান দেবেন। কিন্তু শ্বশুরবাড়ির অতিরিক্ত যত্নে রান্নাঘর প্রায় ভুলেই গিয়েছেন তিনি! হাসতে-হাসতে বলেন, “এখন আর রান্না করতে মনই চায় না!”
বিয়ের অভিজ্ঞতা— ‘দারুণ’
‘দিদি নম্বর ১’-এই শুভশ্রী জানিয়েছিলেন, বিয়ের কথা ভাবতে অনেকেই তাঁকে নিরুৎসাহ করেছিলেন— এমনকী তাঁর নিজের মা-ও। কিন্তু শুভশ্রী বলেন, যারা মানসিকভাবে প্রস্তুত, তাঁদের অবশ্যই বিয়ে করা উচিত। তাঁর কথায়, “বিয়ে দারুণ অভিজ্ঞতা।’’
এই মন্তব্য থেকেই স্পষ্ট, রাজ ও শুভশ্রীর সম্পর্ক কেবল প্রেম নয়, এক গভীর বন্ধন ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে দাঁড়িয়ে।
হঠাৎ আংটি বদল, রেজিস্ট্রি— এবং রাজবাড়ির বাওয়ালিতে জমকালো বিয়ে
২০১৮ সালের ৩ মে বিয়ে করেন রাজ-শুভশ্রী। সে সময় রাজ, মিমি ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে যদিও চারদিকে জলঘোলা ওঠে, তবুও কোনও বিতর্ককে পরোয়া না করে তাঁরা একসঙ্গে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। একেবারে হঠাৎ করেই আংটি বদল, রেজিস্ট্রি— এবং তারপর কলকাতার বাইরে বাওয়ালির রাজবাড়িতে একেবারে ধুমধাম করে বিয়ে।
দ্বিতীয় বিবাহবার্ষিকীর উপহার— সন্তান আগমনের খবর
বিয়ের দুই বছর পূর্তির দিন ‘রাজশ্রী’ বিশেষ উপহার দিলেন তাঁদের ভক্তদের— বাবা-মা হতে চলেছেন বলে জানান। ২০২০ সালের সেপ্টেম্বরে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান ইউভানের। পরে ছেলের বয়স যখন তিন, তখনই আসে দ্বিতীয় সুখবর। জন্ম নেয় তাঁদের কন্যা ইয়ালিনি।
করোনা সময়ে রাজের বাবার মৃত্যু, পরিবারের পাশে শুভশ্রী
করোনা-কালের সেই কঠিন সময়ে রাজের বাবাকে হারাতে হয় পরিবারকে। এই সময়েও শুভশ্রী ছিলেন শাশুড়ির একমাত্র ভরসা। রাজ-শুভশ্রী দু’জনে মিলে রাজের মাকে আগলে রাখেন আজও। রাজের বোনদের সঙ্গেও শুভশ্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক; ননদের সন্তানদের কাছেও শুভশ্রী ‘মামি’ হিসেবে যেন এক আদর্শ মানুষ
strong>আরও পড়ুন
Madhumita-Debamalya: খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে মধুমিতা-দেবমাল্য, তার আগে কিছুটা সময় কাটালেন একান্তে
উলটদিকেও একই আদর পায় রাজ
শুধু শুভশ্রীর দিক থেকেই নয়, শ্বশুরবাড়ির প্রতি সমান সম্মান দেখান পরিচালক-অভিনেতা রাজ চক্রবর্তী। শুভশ্রীর বাবা-মা, পরিবার— সকলের কাছেই তিনি আজ আপন জামাই। দুই পরিবারের এই পারস্পরিক সম্মানই রাজ-শুভশ্রীর সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
strong>আরও পড়ুন
Kanchan-Sreemoyee: মেয়েকে নিয়ে প্রথম আন্তর্জাতিক সফর কাঞ্চন-শ্রীময়ীর, উচ্ছ্বসিত দম্পতি
শেষ কথা:
ট্রেন্ড, বিতর্ক, পেশার ওঠা-নামা— এসবের মাঝেও সাত বছরে রাজ-শুভশ্রী যে দাম্পত্য গড়েছেন, তা নিঃসন্দেহে টলিউডের অন্যতম সফল ও পরিপূর্ণ সংসার। ভালোবাসা, যত্ন, পারিবারিক বন্ধন ও দুই আদরের সন্তানের হাসি— এই চার স্তম্ভে দাঁড়ানো ‘রাজশ্রী’–র সম্পর্ক এখন অনেকেরই অনুপ্রেরণা।
আরও পড়ুন
প্রথম বিদেশ সফরে কৃষভি! কোথায় চললেন কাঞ্চন-শ্রীময়ী?