নিজের সন্তানদের থেকেও এই যুবতীকে বেশি ভালোবাসেন পরিচালক রাজ চক্রবর্তী! সম্প্রতি তারই একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার হয়তো ভাবতে পারেন কাকে তিনি তার নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসেন? আসলে ওই যুবতী হলেন তার ভাগ্নি সৃষ্টি পান্ডে। সম্প্রতি ছিল তার জন্মদিন।
এদিন ভাগ্নির সাথে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন পরিচালক। যার প্রথমেই দেখা যায় অন্নপ্রাশনে সৃষ্টির মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি। এরপরে তার বড়োবেলার অনেকগুলি ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন মা। পৃথিবীর সমস্ত খুশি তোমার হোক। গোটা পৃথিবীতে আমি তোমায় সবচেয়ে বেশি ভালোবাসি।’
আরও পড়ুন,
ফোলা ঠোঁটের পর এবার কান্নার ছবি শেয়ার করলেন উর্ফি, কী হয়েছে উর্ফির? কী বললেন তিনি
‘রঘু ডাকাত’কে টক্কর দিতে ঘোড়ায় চড়ে কলকাতার রাস্তায় প্রচারে নামলেন শ্রাবন্তী, প্রসেনজিৎ! ভাইরাল ভিডিও
প্রত্যেক মামার কাছে তার ভাগ্নে এবং ভাগ্নিরা অনেক বেশি ভালোবাসার হয়। নিজের সন্তানদের চেয়ে কিছু কম ভালোবাসেন না তাদের। সেরকমটাই হয়েছে রাজ চক্রবর্তীর ক্ষেত্রেও। ছবিগুলো পোস্ট করতেই সেখানে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই সৃষ্টিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোরকম সক্রিয় থাকেন সৃষ্টি। রাজ-শুভশ্রীর সন্তানদের সাথেও তার নিবিড় সখ্যতা রয়েছে। মাঝেমধ্যেই তাদের সাথে বিভিন্ন ছবি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। মামা ও মামির সাথেও দেখা যায় তাকে। অন্যদিকে রাজ চক্রবর্তী ব্যস্ত রয়েছেন তার আগামী সিনেমার শ্যুটিং নিয়ে।
যার নাম ‘হোক কলরব’। এই সিনেমায় মূলত ছাত্র রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরা হবে। কীভাবে রাজনীতি ছাত্র জীবনের উপর প্রভাব বিস্তার করে এবং কোন অন্ধকার দিকে নিয়ে যায় সেসব কাহিনী বলবে ‘হোক কলরব’। যেখানে একগুচ্ছ নতুন মুখ দেখা যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিনেমার শ্যুটিং।