বিশ্বের ধনীদের তালিকায় নামা থাকে না রতন টাটার! কারণ জানলে কুর্নিশ জানাবেন

Ratan Tata: আজকে আমরা কথা বলবো রতন টাটা কে নিয়ে। রতন টাটাও একজন সফল ব্যবসায়ী আমাদের ভারতবর্ষের। কিন্তু তবুও তার নাম ধনী ব্যক্তিদের তালিকায় কখনোই দেখাযায় না।

তার আয়ের অন্যতম উৎস হল টাটা সন্স। তার টাটা গ্রুপের অধীনে রয়েছে টাটা স্টিল থেকে শুরু করে টাটা মোটরস, টাটা কেমিক্যাল আরও একাধিক সংস্থা রয়েছে। সংস্থাগুলি থেকে তার বিপুল টাকা উপার্জন হয়।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলো ইলন মাস্ক তারপরেই নাম আসে জেফ বেজোস ও মুকেশ আম্বানি। ভারতবর্ষের ধনী ব্যক্তিদের মধ্যে নাম আসে মুকেশ আম্বানির এবং গৌতম আদানীর। কিন্তু শোনা যায় না রতন টাটার নাম। রিয়ালেন্স বাআদানির গোষ্ঠীর থেকে কোন অংশে কম নয় টাটা গোষ্ঠী।

ধনীদের তালিকায় রতন টাটার নাম না থাকার যথেষ্ট কারণ রয়েছে। তার সংস্থা গুলির উপার্জিত টাকার অধিকাংশই তার নিজস্ব টাটা ট্রাস্টে দান করেন। টাকাগুলি দেশের কল্যাণমূলক কাজে খরচা করা হয়।

জানা গিয়েছে টাটা কোম্পানির উপার্জিত টাকার ৬৬ শতাংশই তিনি টাটা ট্রাস্টে দান করেন। শিক্ষা স্বাস্থ্য সাংস্কৃতিক সুসমৃদ্ধির জন্য খরচ করেন। তাই টাটা কে শিল্পবতী না বলে তাকে উদ্যোগপতি বা ফিলোন্তপিক বলা হয়।

শুধু টাটা গোষ্ঠীর নয় রতন তার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তির ও কিছু অংশ জনসমাজ কল্যাণের দান করেন। বন্যা থেকেই যেকোনো বিপদে করোনা কালে দেশের যখন খারাপ পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তখন রতন টাটা পাশে দাঁড়িয়েছে আমাদের ভারতবর্ষের।

আরও পড়ুন,
*বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা অনুদান দিচ্ছে সরকার, জানুন আবেদন করার উপায়

error: Content is protected !!