দীর্ঘ আঠারো বছরের অপেক্ষার অবসান! ‘আইপিএল ২০২৫’ ট্রফি জিতলো বিরাট কোহলির ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর’। যেই দলের জন্য দিয়েছেন নিজের যৌবনকাল, নিজের অভিজ্ঞতা, নিজের পরিণত মানসিকতা, আজ সেই দলের হয়েই জিতলেন প্রথম ‘আইপিএল’ ট্রফি। আজ শুধু একটা দল জিতলো না; জিতলো কোটি কোটি ভক্তের ধৈর্য্য, বিশ্বাস ও ভরসা।
শুরুটা হয়েছিল ২০০৮ সালে। ব্যাঙ্গালোরের হয়েই প্রথম আইপিএল ম্যাচ খেলেছিলেন ‘কিং’ বিরাট। এরপর সময়ের সাথে সাথে এসেছে একাধিক ব্যর্থতা। কয়েকবার ফাইনালে পৌঁছেও হাতছাড়া হয়ে যায় ট্রফি। তবে কখনোই দল ছাড়ার কথা ভাবেননি তিনি। অবশেষে তার দীর্ঘ অপেক্ষার ফল পেলেন ১৮ তম সিজনে।
৩রা জুন ‘নরেন্দ্র মোদি স্টেডিয়াম’এ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ‘পাঞ্জাব কিংস’ ও ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর’। প্রথম ইনিংসে ব্যাঙ্গালোর ১৯১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাঞ্জাবের দিকে। যদিও প্রথমদিকে মনে হয়েছিল এবারেও কোহলির কাপ জেতা হলো না।
তবে ধীরে ধীরে খেলা ঘুরে আসে তাদের দিকেই। যখন বিরাট বুঝতে পারেন জয় নিশ্চিত, রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি। কারণ, তার থেকে বেশি এই জয়ের মর্ম আর কেউ বুঝবে না। ম্যাচের শেষে তিনি বলেন, ‘এই দলকে আমি কখনো ছাড়িনি। আমার যৌবন, আমার অভিজ্ঞতা সব দিয়েছি। এই জয় সবার।’
আর এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে উপস্থিত হয়েছিলেন ব্যাঙ্গালোরের প্রাক্তন দুই ক্রিকেটার ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স। বিরাট জানান, এই জয়ের পর তিনি শিশুর মতো নিশ্চিন্তে ঘুমোবেন। উল্লেখ্য, একসময় এই দলের অধিনায়ক ছিলেন তিনি। তবে বর্তমানে সেই দায়িত্ব পেয়েছেন রজত পাতিদার। প্রথম অধিনায়ক হিসেবে ট্রফি জিতে তিনিও ইতিহাস সৃষ্টি করেছেন।