লাল বলের ক্রিকেটকেই অগ্রাধিকার, বড় ঘোষণা ICC-র কনিষ্ঠতম চেয়ারম্যান জয় শাহের

kmc 20240828 150141 29JUW5s70Q

বর্তমানে আমাদের ভারতে ক্রিকেট জগতের আইসিসির নতুন চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। কোন বিরোধিতা ও নির্বাচন ছাড়াই তিনি আইসিসির নতুন চেয়ারম্যানের পদে বসেছেন । ডিসেম্বরের প্রথম দিন থেকেই তিনি তার এই নতুন দায়িত্বের প্রতি কাজ শুরু করবে। সকল ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, চেয়ারম্যান হিসেবে জয় শাহর ভবিষ্যত পরিকল্পনা বা ভিশন ঠিক কী হতে চলেছে? তিনি কি পরিকল্পনা করছেন তার ক্রিকেট জগতে নতুন কিছু সৃষ্টি করার।

তিনি মাত্র ৩৫ বছর বয়সে আইসিসির সেক্রেটারির পদ পান বিনা নির্বাচনে। দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট জগতের সাথে তার পরিচয়। তার অভিষেক হয় 2019 সালে আইসিসির প্রশাসক হিসেবে। ২০২১ সালে তিনি এশিয়ার ক্রিকেট কাউন্সিল প্রধান হিসেবে নির্বাচিত হয়। ইতিহাসে সবথেকে কম বয়সে আইসিসির চেয়ারম্যান হিসেবে যুক্ত হয় জয় শাহ।

এমন একটি সময় এই পদে যুক্ত হয় যেখানে ভারতীয় ক্রিকেট দল একটি ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। ২৮ সালে ভারতীয় ক্রিকেট টিম লস এঞ্জেলস অলিম্পিক গেমসে ফিরে আসতে চলেছেন বহুদিন বাদে। এটি জয় শাহর কাছে একটি খুব বড় চ্যালেঞ্জর।

জানা যায় তার কথা শুনে তিনি টেস্ট ক্রিকেটে লাল বলের দিকে বেশি গুরুত্ব দেবে একথা নিশ্চিত। আইসিসির কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন,’আমি আইসিসির সদস্য বোর্ডদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আইসিসির চেয়ারম্যান পদের মতন গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যশালী একটি পদের জন্য তারা আমার প্রতি যে আস্থা রেখেছে তাতে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের সবাইকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই তা হল সারা বিশ্বে আমাদের খেলাকে পৌঁছে দিতে, তাকে উন্নতির চরম শিখায় নিয়ে যেতে আমি বদ্ধপরিকর। আমি জানি আপনাদের আমাকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি। তা পূরণ করার অঙ্গীকার আমি করছি।

আরও পড়ুন,
*লাল বলের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলে সূর্য কুমার