গ্রহ দোষ কাটানোর সেরা উপায়, রান্না ঘরে রাখুন এই তিন জিনিস, হুড়মুড়িয়ে ঘরে আসবে টাকা ও পয়সা

গ্রহ দোষ কাটানোর সেরা উপায়, রান্না ঘরে রাখুন এই তিন জিনিস, হুড়মুড়িয়ে ঘরে আসবে টাকা ও পয়সা

গ্রহ দোষ কাটানোর সেরা উপায়

গ্রহ দোষ কাটানোর সেরা উপায়: শাস্ত্র অনুসারে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি রান্নাঘরে রাখলে গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব। হঠাৎ কোটিপতি হওয়ার স্বপ্ন প্রায় সকলেই দেখে থাকেন কিন্তু সকলের স্বপ্ন কি আর বাস্তবায়িত হয়? মানুষের জীবনে ঘটা প্রত্যেকটি শুভ ও অশুভ ঘটনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জন্ম কুণ্ডলীতে উপস্থিত গ্রহ নক্ষত্রের অবস্থান। জন্ম কুণ্ডলীতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ভালো হলে আয় উন্নতিতে ভরে ওঠে জীবন। কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান যদি অশুভ হয় তাহলে জীবনে দেখা দেয় অভাব – অনটন হাজারো সমস্যা।

গ্রহের দোষ দূর করতে রান্নাঘরে যে তিনটি জিনস রাখবেন

শাস্ত্র অনুসারে রান্না ঘরে রাখা কিছু জিনিস মানুষের জীবন থেকে গ্রহ দোষের প্রভাব দূর করতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক জিনিস গুলি কি কি হতে পারে

A)রাশিতে সূর্য শক্তিশালী উপায়

সূর্য (Sun): শাস্ত্র অনুসারে, যে জাতকের রাশিতে সূর্য শক্তিশালী অবস্থানে থাকে সে জাতক সব দিকে উন্নতি লাভ করে থাকে। আর অন্যদিকে রাশিতে সূর্য দুর্বল হলে মান-সম্মান হ্রাস পেতে থাকে।
এক্ষেত্রে

Sun

সূর্য (Sun)

১) খাঁটি ঘি
২) কেশর এবং
৩) গম বা গমের তৈরি জিনিস
রান্নাঘরের রেখতে পারেন। এই তিনটি জিনিস রান্নাঘরে রাখলে রাশিতে সূর্যের অবস্থানকে শক্তিশালী করে তুলবে।

B)রাশিতে চন্দ্র শক্তিশালী উপায়

চন্দ্র (Moon): যে সকল জাতকের জন্ম কুণ্ডলীতে চন্দ্রের অবস্থান দুর্বল তারা সর্বদা মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। নিয়মিত তুলসী গাছে জল দিলে রাশিতে চন্দ্র শক্তিশালী হয়ে উঠবে। ফলে মানসিক শান্তি ফিরে আসবে।

moon

চন্দ্র (Moon)

C) গ্রহ দোষের কারণে বাড়িতে হাজারও সমস্যা দেখা দেয়। এমনটা হলে এর থেকে রেহাই পেতে রামভক্ত হনুমানজিকে ময়দার মিষ্টি রুটি নিবেদন করুন। এ ছাড়া লাল রঙের ফল বা সবজি দান করতে পারেন। এমনটা করলে মঙ্গল গ্রহের অবস্থান শক্তিশালী হবে।

D) জন্ম কুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান দুর্বল থাকলে বিবাহে বাঁধা সৃষ্টি হয়। এই সমস্যা দূর করতে হলুদ ও কেশরের পাশাপাশি হলুদ জিনিস দান করতে পারেন। এমনটা করলে রাশিতে বৃহষ্পতির অবস্থান শক্তিশালী হয়ে উঠবে।

E) জন্ম কুণ্ডলীতে শনি দোষ থাকলে, সেই ব্যক্তি যে কাজই করুন না কেন, বার বার ব্যর্থই হতে হয়। জীবনে দেখা দেয় সমস্যা আর সমস্যা। শনির দোষ কমাতে সরষের তেল ও কালো তিল দান করাতে পারেন।

শনি দেব

শনি দেব