শোভন-সোহিনীর বিয়ে প্রসঙ্গে ইমন বলছেন, ‘আমি পরের পাতা…’

Regarding Shovan-Sohini's marriage, Emon says, 'I am the next page...'

টলিপাড়ায় জোর গুঞ্জন, খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার এবং সঙ্গীতশিল্পী শোভন গাঙ্গুলী! সম্প্রতি সেই বিষয়ে এবার মুখ খুলতে দেখা গিয়েছে শোভনের প্রাক্তন প্রেমিকা তথা আরেক সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে। কী বলেছেন তিনি তাদের বিয়ের প্রসঙ্গে? জেনে নিন।

আসলে কিছুদিন ধরেই শোভন এবং সোহিনীর সম্পর্ক নিয়ে সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এমনকি শোভনকে কাঞ্চন মল্লিকের সাথেও তুলনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শোভন একটি ভিডিও পোস্ট করার পর সেখানে নানান কটাক্ষ করা হয় তাদের। যদিও তার যোগ্য জবাব দিয়েছেন এই শিল্পী।

এই বিষয়ে অভিনেত্রী সোহিনী আবার জানিয়েছেন, ‘আমরা কিছুই বলিনি, তবে অনেকেই আমাদের নিয়ে অনেক কিছু বলছে। আমার আলাদা করে কিছু বলার নেই, আমরা ভালো আছি।’ তাহলে কি খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি? এমনটাই মনে করছেন সকলে।

এই নিয়ে ইমনকে জিজ্ঞেস করা হয়েছিল প্রাক্তনের বিয়েতে কি তার মনখারাপ তার? উত্তরে ইমন বলেন, ‘আমি পরের পাতা আর দেখি না। সামনের পাতায় লিখি। আমরা ভালো বন্ধু। আর খারাপ বন্ধু হলেও, আমি প্রত্যেকের ভালো চাই। সেই হিসেবেই চাই, ওরা ভালো থাকুক।’

অন্যদিকে সোহিনী এবং শোভনের প্রেমের সম্পর্কতে কিন্তু শিলমোহর দিয়েছিলেন ইমনই। একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ওই যে যীশুদা অনুষ্ঠান করলো সেখান থেকেই ওদের প্রেম। আমি সবই বুঝতে পারছিলাম। সোহিনী আমায় চুপ থাকতে বলে। আমি খুব খুশি ওরা প্রেম করছে। বরফে বেড়াতে গেছে।’

আরও পড়ুন,
*গণেশজির কৃপায় সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে এই ৩ রাশির জীবন
*স্লিভলেস ব্লাউজ, সবুজ রঙের শাড়ি, খোলা চুলে মোহময়ী শ্রাবন্তী চট্টোপাধ্যায়