আর জি কর হাসপাতালে ভয়াবহ ও নৃশংস ঘটনায় মৃত্যু হয় এক চিকিৎসক তরুণীর। আর এই ঘটনার প্রতিবাদে এবার আগামী ১৪ই আগস্টের রাতে রাস্তায় নামছেন হাজার হাজার মহিলারা। যদিও এই মিছিল যাদবপুর, কলেজ স্ট্রিট ও অ্যাকাদেমির মধ্যে হওয়ার কথা হলেও তা ছড়িয়ে পড়ে গোটা রাজ্য জুড়ে। আজ রাতে দিকে দিকে মহিলারা প্রতিবাদ মিছিলে হাঁটবেন। এবার এই আন্দোলন নিয়েই সুর চড়ালেন রাজ্যের শাসক দলের যুব নেতা ও প্রাক্তন মুখপাত্র।
এদিন তৃনমুলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য্য বলেন, “মহিলাদের রাতের দখল নিয়ে শুভেচ্ছা রইল। শুধু খেয়াল রাখবেন, রাত দখলের প্রতিবাদের আগুন যেন অন্যের রাজনৈতিক রুটি সেঁকার জায়গা না হয়ে ওঠে। লাল হয়নারা কিন্তু হাইজ্যাক করার অপেক্ষায় বসে আছে।” তিনি যে বাম সমর্থকদের নিশানা করেছেন তা স্পষ্ট। এদিন মহিলাদের মিছিলে যোগ দেবেন বামেরাও।
আরও পড়ুন,
*RG Kar Case: আন্দোলন সমর্থন করে বড় ঘোষণা তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের
এর পাশাপাশি কুণাল ঘোষ লিখেছেন, “কিন্তু বহু ধর্ষণ,খুন যাদের জমানায়,সেই সিপিএম,বিজেপি-র বকলমা ইভেন্টে যাবেন না। কিছুকাল আগে যাদবপুরে ছাত্রের মৃত্যু। কোথায় ছিল বামেরা? সিসিটিভি লাগানোর বিরুদ্ধে আন্দোলন। বামেরা কী করেছিল? আর জি করের কুৎসিত বিচ্ছিন্ন ঘটনা। আমরা সবাই সরব। রামবাম অরাজনীতির মোড়কে রাজনীতি করছে। সেল্ফি তুলতে যাবেন না।”
কুণাল আরও বলেন, “আর জি কর প্রতিবাদ আমরা সবাই করছি। কিন্তু বামরাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে। তাতে সামিল হবেন না। ঘোলাজলে মাছ ধরতে নেমেছে।” যদিও রাতের দখলে মেয়েদের মিছিল কোনোরকম রাজনৈতিক রঙ ছাড়াই ডাকা হয়েছে। সেখানে পতাকা বিহীন রাজ্যের হাজার হাজার মহিলারা রাস্তায় নামবেন। আর জি করের মহিলা চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদ সামিল হবেন সকলে।
এর পাশাপাশি দেখা যায়, মধ্যরাতে আর জি করে সিপিআইএম-এর ছাত্র যুব নেতারা বিক্ষোভের ডাক দেন। এছাড়া এসএফআই ও ডিওয়াইএফআই-এর মহিলারা একই বিষয়কে ব্যবহার করে আর জি করের মঞ্চে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন। এরপর ধীরে ধীরে সকলেই এই আন্দোলনকে সমর্থন করতে শুরু করেন।
আরও পড়ুন,
*মায়ের ওপর বড্ড রেগে আছে! করিনার সঙ্গে যা করল জেহ, দেখুন সেই ভিডিও