RG Kar Case: প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য, নৃশংসতায় মুখ খুললেন প্রসেনজিত্‍

kmc 20240814 160515 52BXy1zi9Q

RG Kar Case: আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য। প্রতিবাদের আগুন রাজ্য থেকে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আর এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন টলিউডের তারকারাও। এই ঘটনার প্রতিবাদে কেউ হাঁটছেন মিছিলে আবার কেউ সোচ্চার হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই লড়াইয়ে পাশে এসে দাঁড়িয়েছেন। বিদেশের মাটিতে থেকে রাজ্যের এই আন্দোলনে শরিক হয়েছেন দেব।

কিন্তু যাকে সবকিছুতে দেখা যায় এবং একাধারে যিনি টলি পাড়ার অভিভাবক সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এতদিন চুপ থাকতে দেখা গিয়েছে। এবার তিনিও এই আন্দোলনে এগিয়ে এলেন। আসলে তিনি এতদিন শহরে ছিলেন না। তবে অবশেষে তার নিজের শহরের এমন ভয়াবহ ঘটনার কথা কানে এসেছে। তাই শহরে ফিরে তিনি আর চুপ থাকতে পারেননি।

এদিন সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, “আরজি করে ঘটা ঘৃণ্য ঘটনায় আমি মর্মাহত। আমার চেতনা ও প্রার্থনা ওঁর পরিবারের প্রতি রয়েছে। এই অপূরণীয় ক্ষতির তো কোনও ক্ষমা নেই। যে কষ্টের মধ্যে দিয়ে ওঁর প্রিয়জনেরা যাচ্ছেন সেই কষ্ট শেষ করার মতো আমার কাছে কোনও শব্দ নেই। হ্যাঁ, আমিও ন্যায়বিচারের দাবি করছি।”

তিনি আরও লেখেন, “আমাদের সকলের একজোট হতে হবে। সত্যি যাতে সামনে আসে তা দেখতে হবে। চলুন সবাই এক হই। নির্যাতিতার বিচার চাই। এই ধরনের ঘটনা যাতে আগামীতে না ঘটতে পারে।” বর্তমানে টলি পাড়ায় প্রায় সকলেই রাজনৈতিক ছত্রছায়ায় নিজেকে নিয়ে গিয়েছেন। কিন্তু এখানেই ব্যতীক্রম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

pro 2 MgpaNusd2o

তিনি তার গায়ে এখনও রাজনীতির রং লাগতে দেননি। এর পাশাপাশি বিদেশে থাকলেও দেব এই আন্দোলনে এগিয়েে এসেছেন। নিজের অভিনীত ছবির মুক্তি থেকে পিছিয়ে এসেছেন তিনি৷ তার কথায় আগে নির্যাতিতার অভিযুক্তরা শাস্তি পাক। কারণ এখন এটিই শহরের বুকে মূল লক্ষ্য। এই ঘটনায় গর্জে উঠেছে গোটা ইন্ডাস্ট্রি। ১৪ই আগস্ট রাত ১২টায় গোটা রাজ্য জুড়ে মহিলারা রাস্তায় নামতে চলেছেন। সেখানে সামিল হবেন টলিউডের তারকারাও।

আরও পড়ুন,
*RG Kar Case: কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, রুদ্ধশ্বাস জেরার মুখে ধৃত সঞ্জয়