RG Kar Case: আর.জি কর কাণ্ডের প্রতিবাদে দলীয় পতাকা আনার প্রয়োজনীয়তা মনে করছেন না পরিচালক তথা ডাক্তার কমলেশ্বর মুখার্জি। জানালেন এই প্রতিবাদে কোনো রাজনৈতিক রং লাগানোর প্রয়োজন নেই। এটি আন্দোলনের প্রথম পর্যায়ে পরে অবশ্যই বৃহত্তর রাজনৈতিক আন্দোলন হবে।
ওই নৃশংস কাণ্ড নিয়ে তিনি বলেন, ‘এই ঘটনা কতটা মর্মান্তিক তা বলার অপেক্ষা রাখে না। একজন চিকিৎসক হিসেবে নয় একজন নাগরিক হিসেবে ঘটনা আমার কাছে নজিরবিহীন। আমার নিজেরও মেয়ে রয়েছে। তাই আমি শঙ্কিত এবং তস্ত্র হয়ে রয়েছি। একজন চিকিৎসক হিসেবে লজ্জিত এবং বেদনাহত।’
‘এমন রাতের ডিউটি আমাদেরও এক সময় করতে হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য কর্মীদের নিয়েই হাসপাতাল চলে। তারাই যদি কর্মক্ষেত্রে নিরাপত্তা না পান তাহলে সেটি খুবই দুঃখের বিষয় হয়ে দাঁড়ায়। এখন একটাই দাবী কোনো কিছু ধামাচাপা না দিয়ে যেন নিরপেক্ষ তদন্ত হয়। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়েছে, তা যেন শেষ হয় দ্রুত।’
অন্যদিকে এই ঘটনায় যে আন্দোলন শুরু হয়েছে তাতে সহমত জানিয়েছেন কমলেশ্বর। তিনি বলেন তাদের সাথে তিনি সহমত। তিনি নিজেও পথে নামবেন এবং এর একটা বিহিত করেই ছাড়বেন। একইসাথে যারা বলছেন ওই সময় মেয়েটি সেখানে কী করছিলেন তাদের বিরোধিতা করেন তিনি।
তার মতে মেয়েটি কোথায় যাবেন কী পরবেন তার নিজস্ব স্বাধীনতা। কেউ সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না। এরপর যখন এই ঘটনা ধামাচাপা দেওয়ার প্রশ্ন ওঠে তখন বলেন, ‘এসব প্রশ্ন উঠলেই রাজনৈতিক রং লেগে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা আন্দোলনে আসবেন। তবে আমার মনে হয় সেখানে দলীয় পতাকা আনার দরকার নেই। এটা আন্দোলনের প্রথম ধাপ।’
আরও পড়ুন,
*RG Kar Case: ধর্ষণের প্রতিবাতে শঙ্খধ্বনিতে ভরিয়ে তোলার ডাক অভিনেত্রী স্বস্তিকার