আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ভয়াবহ মৃত্যুতে প্রতিবাদে পথে নেমেছে গোটা রাজ্য। সাধারণ মানুষ থেকে চিকিৎসক সমাজ সকলেই এক জোট হয়েছেন। রাজ্যের দিকে দিকে প্রতিবাদ শুরু হয়েছে। আর এই প্রতিবাদে সামিল হয়েছে টলিউড। টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র, ইমন চক্রবর্তী সহ সকলেই একজোট হয়েছেন।
প্রতিবাদে পথে নামতে এবার ‘রাত দখল’ করার সিদ্ধান্ত নিল সকলে। আজ রাত ১১টা ৫০ মিনিটে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রাতে রাস্তায় নামছেন মেয়েরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “নির্ভয়ার দৃষ্টান্ত কি এভাবেই চলতে থাকবে? তার যে এত বড় একটা সাংঘাতিক আন্দোলন হল। তার পর আমাদের রাজ্যেই এটা হল? তাহলে কি হাসপাতাল, কোনও স্কুল, কলেজ, কোথাও কোনও নিরাপত্তা নেই?”
তিনি আরও বলেন, “আমার এটাই প্রশ্ন যে এই রকম ঘটনা দিনের পর দিন ঘটতে থাকবে, কিছুদিন এটা নিয়ে কথা হবে, আবার আরেকটা ঘটনা হবে, এভাবেই কি চলতে থাকবে আমাদের সমাজ? কোন অন্ধকারে আমরা মিশে যাচ্ছি? শরীর খারাপ লাগে এটা ভাবতে ভাবতে যে আমরা এই জায়গায় এই পরিবেশে বাস করছি। প্রত্যেক মুহূর্তে কী ভয়ে ভয়ে বাঁচব?”
এই ঘটনায় সরব হয়েছেন দিতিপ্রিয়া। তিনি দোষীদের শাস্তির দাবি করেছেন। এর পাশাপাশি ইমন চক্রবর্তী বলছেন, “কে আমি গান গাই, কে অভিনেত্রী, সেই হিসেবে যাচ্ছি না। আমরা সাধারণ মানুষ হিসেবে যাচ্ছি। সকলের সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই বার্তা দিতে চাই যে যেই রাতের বেলায় মেয়েটি খুন হয়েছে। সেই রাতটাই মেয়েরা দখল করে নিয়েছে।”
এর পাশাপাশি অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, নির্যাতিতার নাম কেনো লুকোনো হবে? নির্যাতিতার নাম তিলোত্তমা বা অভয়া নয়। মৃত্যুর পর তাকে অন্য নামে কেনো চিনবে মানুষ? এই ঘটনায় দোষীদের নাম প্রকাশ্যে আনারও দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন,
*RG Kar Case: প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য, নৃশংসতায় মুখ খুললেন প্রসেনজিত্