আরজি কর কাণ্ডে জল শঙ্খ বাজালেন ঋতুপর্ণা? জানতার রোষের মুখে অভিনেত্রী

Rituparna Sengupta: গত ৮ই আগস্ট আর জি কর হাসপাতালে এক চিকিৎসকের উপর ঘটে যাওয়া নির্মম ধর্ষণ ও হত্যার ঘটনায় তোলপাড় গোটা রাজ্য সহ গোটা দেশ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই প্রতিবাদের জন্য রাস্তায় নেমে পড়েছেন। গত ১৪ই আগস্ট গোটা রাজ্যের মেয়েরা ‘রাত দখল’-এর ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে এসেছেন লক্ষ লক্ষ মানুষ সমবেত কন্ঠে একটিই দাবি করছেন, দোষীদের বিচার চাই।

এই ঘটনার প্রতিবাদে বলিউডের একাধিক তারকা প্রতিবাদ জানিয়েছেন। করিনা কাপুর, ঋত্বিক রোশন, আলিয়া ভাট থেকে শুরু করে আরও অনেকেই এই প্রতিবাদে সামিল হয়েছেন। তেমনই টলিউডের অনেকেই হেঁটেছেন রাস্তায়। প্রতিবাদ করতে নেমে পড়েছেন সাধারণ মানুষের সঙ্গে। তেমনই গতকাল দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মোমবাতি মিছিল করেছেন। এর পাশাপাশি আরেক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তিনিও প্রতিবাদ করেছেন।

যদিও তিনি পথে নামেননি তবে ঘরে বসে শাঁখ বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে তিনি শাঁখ বাজাচ্ছেন এবং তার চোখ ছলছল করছে। এই ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করার পর কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তার এই ভিডিও মোটেই পছন্দ করেননি নেট দুনিয়ার মানুষ। যদিও পরে অভিনেত্রী ভিডিওটি মুছে দিয়েছেন।

তবে আরেকটি পোস্ট রয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে একটি শাঁখের ছবি। সঙ্গে লেখা রয়েছে “মেয়েরা রাতের দখল নাও”। সেই পোস্টে কটাক্ষ করতে ছাড়েননি কেউ। কেউ মন্তব্য করেছেন, “শাঁখ বাজানোর ভিডিয়োটি আপনি মুছে দিয়েছেন নিজের ফেসবুক থেকে? ভিডিয়োটি খুব সুন্দর এডিট করেছিলেন। জল শঙ্খ কখনও বাজানো যায় আমি জানতেই পারতাম না আপনার ভিডিয়োটি না দেখলে। বলছি লজ্জা হয় না আপনাদের ? লোকজন কে কী এখনও মূর্খ মনে করেন? নাকি নিজেদের উচ্চশিক্ষিত? জোকার?”

আরেকজন মন্তব্য করেছেন, “আপনি একটা পচা অভিনেত্রী। ভাল করে শঙ্খ বাজাতে পারলেন না। মেথড অ্যাক্টিংটা ঠিক করে ধরতে পারলেন না। শঙ্খ বাজানোর সময় মুখটা ফোলাবেন তার পর সাউন্ড বসাবেন।” এমন নানান মন্তব্য করতে দেখা গিয়েছে অভিনেত্রীর পোস্ট করা শাঁখের ছবিতে। যদিও শাঁখ বাজানোর ভিডিওটি তিনি সরিয়ে নিয়েছেন।

আরও পড়ুন,
*স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ভাগ্নির সঙ্গে পালালো মামী, সটান মন্দিরে গিয়ে বিয়ে