Rudranil: বুম্বা দা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জীর বাড়িতে চাঁদের হাট! তারই কয়েক ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। যেখানে টলিউডের তাবড়-তাবড় তারকাদের দেখা গিয়েছে। আমরা সকলেই জানি বিভিন্ন তারকাদের বাড়িতে মাঝেমধ্যেই নানান রকম পার্টির আয়োজন করা হয়।
যেখানে আমন্ত্রিত থাকেন সেই তারকার বন্ধু-বান্ধব থেকে শুরু করে টলিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও। সেরকমই প্রসেনজিতের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রুদ্রনীল। বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন তিনি। প্রথমে দেখা যায় প্রসেনজিতের সাথে হাসিমুখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে।
এছাড়াও অন্যান্য যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে তার সাথে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেতা শুভাশিস মুখার্জি, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, সৌরভ দাস, গৌরব চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্যদের। আরেকটি ছবিতে দেখা যায় প্রসেনজিতের ছেলে অর্থাৎ তৃষাঞ্জিতের সাথে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন রুদ্রনীল।
ক্যাপশনে লিখেছেন, ‘বুম্বাদার বাড়ির আড্ডায়।’ ছবিগুলো দেখার পর তাদের ভালোবাসার ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকের বুকে একটাই কথা এতোজন তারকাদের একসঙ্গে দেখে আপ্লুত দর্শকেরা। অন্যদিকে যদি আমরা রুদ্রনীলের কেরিয়ার দেখি তাহলে আগামীদিনে তার হাতে বেশকিছু সিনেমা রয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘গণশত্রু।’
যেটি মূলত একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। বাংলায় কীভাবে একসময় হুব্বা শ্যামলের ত্রাস তৈরি হয়েছিল সেই গল্প ফুটে উঠবে সেখানে। মূল চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল। এছাড়াও তাতে রয়েছেন অভিনেত্রী পাওলি দাম। অন্যদিকে আরও একটি সিনেমার খবর রয়েছে। ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’এও দেখা যাবে তাকে।
#Rudranil #Bumbada #Tollywood
