মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে সুবিচার পেতে চলেছেন নটী বিনোদিনী! তেমনটাই জানালেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। হয়তো অনেকেই জানেন নটী বিনোদিনী’র লড়াইয়ের কাহিনী। যে সময়ে মেয়েদের অস্তিত্ব নিয়ে সংশয় ছিল সেই সময়ে নিজের দক্ষ অভিনয়ের মাধ্যমে সুনাম অর্জন করেছিলেন তিনি।
তবে সমাজের কাছে দীর্ঘ সময় ধরে নিপীড়িত হয়ে এসেছেন তিনি। একসময় যে থিয়েটারের নামকরণ হওয়ার কথা ছিল তার নামে তা হয়ে যায় ‘স্টার থিয়েটার’। তবে দীর্ঘ সময় পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সে তার থিয়েটারের নাম রাখা হলো ‘বিনোদিনী থিয়েটার।’
সম্প্রতি সেই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। হয়তো অনেকেই জানেন খুব শীঘ্রই তার নতুন সিনেমা ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ মুক্তি পেতে চলেছে। এই সিনেমাতে নটী বিনোদিনীর জীবন কাহিনী ফুটে উঠেছে। তার লড়াই, তার ত্যাগ সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়।
সিনেমার একটা পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘আজ স্বপ্নপূরণের দিন। আজ দীর্ঘ শতাধিক বছরের বঞ্চনা থেকে অভিশাপ মুক্তির দিন। আজ নিজেকে ফিরে পাওয়ার দিন। আমরা যেমন স্বাধীনতার জন্য শতাধিক বছর ধরে লড়াই করেছিলাম, তেমনই বিনোদিনী দাসী নিজের প্রাপ্য সম্মানের জন্যে শতাধিক বছর ধরে লড়াই করে যাচ্ছেন। আজ প্রায় ১৪০ বছর পর আজ সেই স্বপ্ন পূরণের দিন।’
</script
"আজ থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্য নটি বিনোদিনীর স্বপ্নের স্টার থিয়েটার, 'বিনোদিনী থিয়েটার।' আর তা শুধুমাত্র হল আমাদের সবার প্রিয় মাননীয়া মুখ্যমন্ত্রীর জন্য। প্রণাম দিদি। আজ ৩০ ডিসেম্বর ২০২৪ সত্যিই স্বপ্ন পূরণের দিন। বিনোদিনী দাসীর লড়াই নিয়ে আমরা আসছি ২৩ শে জানুয়ারি ২০২৫, আপনার কাছের প্রেক্ষাগৃহে।"