‘দেবকে আমার কাছে ক্ষমা চাইতে..’, নীরবতা ভেঙে যা জানালেন প্রেমিকা রুক্মিণী

অবশেষে নীরবতা ভাঙলেন দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র! চারিদিকে দেব-শুভশ্রীর পুরনো প্রেমের জয় জয়কার। যা দেখার পর সকলের মনে একটা প্রশ্নই উঠেছিল এইসব দেখে কী প্রতিক্রিয়া দেবের বর্তমান প্রেমিকার? যদিও এতোদিন পর্যন্ত কোনোরকম মন্তব্য করতে দেখা যায়নি তাকে। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।

একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি ভীষণই মজা করতে ভালোবাসি। যারা আমাকে চেনে সবাই জানে। আমার বেশ মজাই লাগছে। আপনারা চালিয়ে যান। যতক্ষণ সিনেমাটা হিট হচ্ছে ততক্ষণ কোনো সমস্যা নেই। দেবকে কখনো আমার কাছে ক্ষমা চাইতে হবে না।’ এরপর তাকে প্রশ্ন করা হয়, ‘দেব-শুবশ্রী আবারও একসাথে সোশ্যাল মিডিয়ায় সকলেই বলছে তোমার কোথাও একটা খারাপ লাগার জায়গা আছে।’

যা শুনে অকপটে রুক্মিণী বলেন, ‘আমার মনে হয় ওটা ভীষণই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। ২০২৫ এ দাঁড়িয়েও যদি আমাদের এই কথা ভাবতে হয়, আমার মনে হয় বর্তমানে সবাই ভীষণই পেশাদার। ব্যক্তিগত কার কী সমীকরণ ছিল সেসব আমার দেখার দরকার নেই। একজন পেশাদার হয়ে যদি এই কথা ভাবতে হয় তাহলে আমরা অনেক পিছিয়ে যাবো।’

সাথে তিনি এও বলেন যদি মজা হিসেবে বলা হয়ে থাকে তাহলে ঠিক আছে। কিন্তু যদি সত্যিই কেউ এরকম ভাবেন তাহলে মানুষ হিসেবে তারা অনেক বেশি পিছিয়ে গিয়েছেন। যদিও তার এই কথা শোনার পরে তা বিশ্বাস করেননি নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, ‘রুক্মিণীর চোখ দেখে বোঝা যাচ্ছে সে কতটা কষ্টে আছে।’

আরো একজন লিখেছেন, ‘রুক্মিণী ভীষণই বুদ্ধিমতী।’ এখানেই শেষ নয়। একজনের মতে, ‘ওর চোখমুখ বলছে সে বিষয়টা নিয়ে মোটেই স্বাভাবিক নয় এবং সে জোর করে হেসে এসব কথা বলছে। অবশ্যই সে ক্যামেরায় এটা বলতে পারবে না যে হ্যাঁ তার হিংসা হচ্ছে।’

error: Content is protected !!