টলি পাড়ার ছোটো পর্দার অভিনেত্রী হলেন রূপাঞ্জনা মিত্র। কিছুদিন আগেই তিনি সাত পাকে বাঁধা পড়েছেন। ১৯শে এপ্রিল রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রূপাঞ্জনা। এরপর থেকে বিবাহিত জীবনের নানান ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি। সম্প্রতি তিনি তার প্রিয় স্বজনকে হারালেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও ভুললেন না৷
রূপাঞ্জনা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোষ্য কুকুরের ছবি পোস্ট করেছেন। তিনি সেই ছবি পোস্ট করে লিখেছেন, “আমার প্রিয় প্যারিসকে বিদায় জানালাম, যে ১৫ বছর ধরে আমার পাশে ছিল। সে শুধুমাত্র একজন পোষ্যর চেয়েও অনেক বেশি ছিল; সে আমার অবিরাম সহচর ছিল, সর্বদা নিঃশর্ত ভালোবাসা এবং আনুগত্যের সঙ্গে আমার পাশে ছিল।”
তিনি আরও লেখেন, “প্যারিস, আমার মিষ্টি পগ, শব্দ দিয়ে বুঝিয়ে বলা সম্ভব নয়। তুমি আমার জীবনে যে আনন্দ এবং স্মৃতি এনেছ, তা চিরকাল আমার সঙ্গে থাকবে। শান্তিতে বিশ্রাম করো, আমার প্রিয় ছোট বন্ধু আমি তোমাকে সীমাহীন ভালোবাসি!! যতক্ষণ না আমরা আবার দেখা করি!”
পোষ্য যে ধীরে ধীরে পরিবারের একটি অঙ্গ হয়ে যায় তা সকলেই জানেন। তেমনই রূপাঞ্জনার সারমেয়টিকে তিনি যারপরনাই ভালোবাসতেন। আর তাকে ঘিরে শোকে বিহ্বল অভিনেত্রী। এদিকে সংসার জীবন চুটিয়ে উপভোগ করছেন তিনি। রাতুল ও রূপাঞ্জনা একসঙ্গে দীর্ঘ ৬ বছর সহবাস করেন। এরপর অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে তারা বিয়ে করেছেন।
যদিও রূপাঞ্জনা তার ছেলে রিয়ানের সম্মতি নিয়েই এটি করেছেন। রাপাঞ্জনা এর আগে অল্প বয়সে ভালোবেসে বিয়ে করেন রেজাউল হককে। ভিন্ন ধর্মের জন্য তাদের বৈবাহিক জীবন সুখের হয়নি। রূপাঞ্জনা অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ে ছেড়ে বেরিয়ে আসেন। এরপর ছেলের জন্ম দেওয়া, তাকে বড় করা সবটাই একা হাতে সামলেছেন তিনি। বর্তমানে রাতুল তার ছেলের বাবার দায়িত্ব নিয়েছেন। আর সেই মূহুর্তগুলি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন রূপাঞ্জনা।
আরও পড়ুন,
*শিনালের সঙ্গে যিশুর লিভ ইন, ২০ বছরের দাম্পত্য ভাঙনের মাঝে ‘কর্মে আস্থা’ নীলাঞ্জনার