তিরুপতি মন্দিরের লাড্ডু আলোচনা নিয়ে মুখ খুললেন সদগুরু

kmc 20240924 092548 3tGEpcyM0j

তিরুপতি মন্দিরের লাড্ডু সাথে পশুর চর্বি মেশানো নিয়ে বিবাদ বেঁধেছে। এই ব্যাপারে মুখ খুললেন ইশা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদগুরু জাগ্গি বাসুদেব। তিনি লাড্ডুতে পশুর চর্বি মেশানো ন্যক্কারজনক বলেন। এই প্রসঙ্গে তার বক্তব্য মন্দিরটি অনুগামীদের দ্বারা চালিত হওয়া দরকার, প্রশাসন দিয়ে নয়।

তিরুপতি মন্দিরের লাড্ডু বিবাদ নিয়ে এক্স হ্যান্ডেল সদগুরু লেখেন, “মন্দিরের নৈবেদ্যের মধ্যে অনুগামীরা খাচ্ছে পশুর চর্বি, এটা লজ্জা জনক। এই কারণেই মন্দির অনুগামীদের দ্বারা পরিচালিত হওয়া দরকার, প্রশাসন দিয়ে নয়। যেসব জায়গায় কোন ভক্তি নেই। ওইখানে কোন পবিত্রতা নেই। মন্দিরগুলি ধর্মপ্রাণ হিন্দুদের দিয়েই পরিচালনা করা হোক,প্রশাসন দ্বারা নয়।”

অন্ধপ্রদেশের তিরুপতি মন্দিরে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে হাজার হাজার অনুগামীরা ভিড় করে। মন্দিরের নৈবেদ্য হিসেবে লাড্ডু নেয় তারা। আর ওই লাড্ডুতে ঘি এর পরিবর্তে পশুর চর্বি, মাছের তেল ব্যবহারের নালিশ উঠেছে।

এই বিষয় নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে অনুগামীরা। প্রশাসন নিয়ন্ত্রণ সংস্থা তিরুপতি মন্দিরের দায়িত্বে আছে। এর জন্য ধর্মীয় প্রতিষ্ঠান প্রশাসন নিয়ন্ত্রক সংস্থা দিয়ে পরিচালনা করা উচিত কিনা, তা নিয়ে লড়াই বেধেছে। মন্দিরের পরিচালনা কমিটি ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের হস্তে দায়িত্ব দেওয়ার দাবি করছে।

আরও পড়ুন,
*পুজোয় কীভাবে সাজিয়ে তুলবেন নিজেকে? রইল টিপস্