ছেলে আরহানের বন্ধুরা কি বুঝেতে পারছে না? জানালেন মাল্টিকুইন মালাইকা

একাধিক কাজের সাথে যুক্ত মালাইকা আরোরা

মালাইকা আরোরা[/caption]

আরহানের বন্ধুরা কি বুঝেতে পারছে না?

কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমে মালাইকা জানান যে তার ছেলে আরহান খানের বন্ধুরা নাকি এটা বুঝে উঠতে পারেন না যে আরহানের মায়ের পেশাটা আসলে কি? তাদের মনে এমন ভাবনা আসাটা তো অস্বাভাবিক কিছু নয়, কারণ মালাইকা আরোরা একেক সময় একেক রকম কাজের সাথে যুক্ত হন। কখনো তাকে দেখা যায় মডেলিং করতে আবার কখনো নাচের শো এর সঞ্চালনা করতে , মাঝেমধ্যে আবার বিভিন্ন আইটেম গানেও তাকে নাচতে দেখা যায়।

Snapinsta.app 450217178 325836090582749 1248296287598023718 n 1080 aIhuWYd909

মালাইকা আরোরা স্বামী অর্জুন ও ছেলে আরহানের সাথে বেশ সুখেই জীবনযাপন করছিলেন। কিছুদিন আগে অর্জুনের জন্মদিনে মালাইকা উপস্থিত ছিল না, সে কারণেই গুঞ্জন শোনা যাচ্ছে মালাইকা আর অর্জুনের সম্পর্কের বিচ্ছেদ হতে চলেছে। নেটিজেনদের মনে নানান প্রশ্ন জেগে উঠেছে, তাহলে কি মালাইকা অর্জুনের বিচ্ছেদ হতে চলেছে? তারা কি আর একসাথে থাকছেন না? তবে অর্জুন কিংবা মালাইকা কেউই এ কথা জানায়নি যে তাদের বিচ্ছেদ হয়েছে কিংবা হতে চলেছে।

অর্জুনের সাথে মালাইকার বয়সের অনেকটা তারতম্য থাকায় একটা সময় তাদেরকে অনেক ট্রলের শিকার হতে হয়েছিল। আবারো ট্রলের মুখে পরেছেন মালাইকা অর্জুন। এই ট্র্যেলিং নিয়ে মালাইকা জানান যে তাকে কটাক্ষ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই কুরুচিকর কথাবার্তা ছড়ায়, এসব জিনিস তার ভালো থাকার পথে বাঁধা সৃষ্টি করে। তবে এখন তিনি চেষ্টা করেন এইসব বিষয় থেকে নিজেকে দূরে রাখার।

আরও পড়ুন,
*কেমন টেস্টি ব্যাঙের মাংস? খেয়ে জানালেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য!

error: Content is protected !!