kmc 20240811 083310 fC68NUws35

আর জি কর হাসপাতালে যে ঘৃণ্য অপরাধ ঘটেছে তার প্রতিবাদে সরব হয়েছে গোটা রাজ্যবাসী। তালিকায় রয়েছেন তাবড়-তাবড় তারকারা। এই বিষয়ে যে মুখ খুলবেন শ্রীলেখা মিত্র তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কারণ, বরাবরই ঠোঁটকাটা স্বভাবের বলেই পরিচিত। এই অভিনেত্রী সত্যি বলতে কোনদিনই ভয় পান না।

যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে। তবে সাম্প্রতিক যে জঘন্য অপরাধ ঘটেছে রাজ্যে সে নিয়ে চুপ থাকা মানে মনুষ্যহীনতার পরিচয় দেওয়া। তাইতো সরব হয়েছেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার দাবীতে।

শ্রীলেখা মিত্র নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘ধর্ষণ ও হত্যা আত্মহত্যা নয়। কেন এই অপরাধ ঢেকে রাখবে? অপরাধীর শাস্তি হওয়া উচিত এবং তার সারা জীবনের জন্য তালাবদ্ধ হওয়া উচিত। ভিকটিম পরিবারকে বিচারের আওতায় আনা উচিত।’

আরও পড়ুন,
*‘নিজের বেডরুমেও নিরাপদ নই!’ আর জি কর হাসপাতাল কাণ্ডে ‘দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবি ক্ষুব্ধ দেবলীনার

এই অভিনেত্রীর পাশাপাশি এই বিষয়ে মুখ করেছেন অভিনেতা ঋদ্ধি সেন। তবে তার মুখে যেন একরাশ হতাশা। কারণ, এই রাজ্যে যে বিচার হয় না সে কথাই বলতে চেয়েছেন তিনি। তাই তো নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, “বিচার? এই অনন্ত বিচার শেষ হবে কবে? এই ভয়াবহ অসুখ শেষ হবে কবে?”

অন্যদিকে অনুপম রায় থেকে শুরু করে স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রত্যেকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন। এছাড়া দেবলীনা দত্ত রীতিমতো ভয় পেয়েছেন নারী সুরক্ষা নিয়ে। তার মতে নিজের বেডরুমেও মেয়েরা সুরক্ষিত নয়। আপাতত অপরাধীরা কবে ধরা পড়ে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী।

আরও পড়ুন,
*ছেলে আরহানের বন্ধুরা কি বুঝেতে পারছে না? জানালেন মাল্টিকুইন মালাইকা