kmc 20240811 090605 K27uczu20C

রবিবার সন্ধ্যেবেলা বিখ্যাত ফিল্মস্টার, ডিরেক্টারদের আগমন জমজমাট হতে চলেছে। এই নির্দিষ্ট দিনে শহরের ফার্স্ট ক্লাস ব্যাঙ্কোয়েট ঘরে তাদের সম্মানার্থে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই আয়োজনকে সেলিব্রিটিসহ বলা যেতে পারে। সেলিব্রেটিদের মধ্যে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ,আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী আরো অনেকেই। এ ছাড়াও একই অনুষ্ঠানে যীশু সেনগুপ্ত ,নীলাঞ্জনা সেনগুপ্ত কেও পুরস্কৃত করা হবে। কিন্তু একই শ্রেণীতে নয়। এই রটনা শোনা মাত্রই নেট পাড়ায় সারা ফেলে, যে তবে কি এই দম্পতি একই সঙ্গে কি স্টেজে সম্মানিত হবেন?

অনেকে আবার বলছেন নাকি তারা আলাদা শ্রেণীর সম্মানে ভূষিত হবেন। যিশু সেনগুপ্ত সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’-এর ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন সেখানে শ্রেষ্ঠ ভিলেনের অভিনয়ে দক্ষতা অর্জন করেছেন তাই তাকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে। আবার অন্যদিকে নীলাঞ্জনা সেনগুপ্ত কে সিরিয়ালের জগতের সেরা প্রযোজক হিসেবে হরগৌরীর পায়েস হোটেলের জন্য সম্মানে ভূষিত করা হচ্ছে।

গুঞ্জন শোনা যাচ্ছে যীশু সেনগুপ্ত এই সম্মান নিতে উপস্থিত হবেন না কারণ তিনি দেশে বর্তমানে উপস্থিত নেই। যদি গুঞ্জন রটনা সত্যি হয় তবে দেখা যাবে নীলাঞ্জনা সেনগুপ্তর একাকীত্বভাবে আগমন এই সম্মান নিতে। কারণ এর আগেও যতবার তাদেরকে সম্মানে ভূষিত করা হয়েছে তখন দুজনে একসঙ্গেই সম্মান গ্রহণ করতে উপস্থিত হয়েছেন সমস্ত অনুষ্ঠানে।

সেনগুপ্ত পরিবারের এভাবে বিচ্ছেদ তাদের অনুগামীরা কিছুতেই মেনে নিতে পারছেন না। সেনগুপ্ত দম্পতি নেট দুনিয়ায় বা টিভি জগতে বিখ্যাত দম্পতি ছিলেন। যবে থেকে তাদের বিচ্ছেদের ঘটনা টলিপাড়ায় ছড়িয়েছে তাদের অনুগামীরা শুভাকাঙ্খীরা সবসময়ই চেয়েছেন সেনগুপ্ত দম্পতির বিচ্ছেদ যেন না হয়।

আরও পড়ুন,
*জঘন্য অপরাধ আর জি কর হাসপাতালে, প্রতিবাদে সরব শ্রীলেখা মিত্র