মুম্বাইয়ের বাড়িতে ঢুকে অভিনেতা সইফ আলী খানকে চারবার ছুরিকাঘাত করেছে এক অনুপ্রবেশকারী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আড়াইটার সময়। বর্তমানে অভিনেতা লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তিনি বিপদমুক্ত আছেন বলেই জানিয়েছেন হাসপাতালের কর্মীরা।
ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বান্দ্রা থানায় একজন অনুপ্রবেশকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই বিষয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এক অনুপ্রবেশকারী সইফের বাড়িতে ঢুকে পড়েছিল যখন তারা ঘুমোচ্ছিলেন।
এরপর ওই ব্যক্তি ও সইফের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। ওই ব্যক্তি অভিনেতাকে চারবার ছুরিকাঘাত করে এবং অপরাধের স্থান থেকে পালিয়ে যায়। অভিনেতার বাড়িতে থাকা তিনজন পরিচারককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সংঘর্ষের সময় নাকি একজন পরিচারকও আহত হয়েছেন।
অভিনেতার টিমের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘মিঃ সইফ আলী খানের বাসভবনে একটি ডাকাতির চেষ্টা করা হয়েছিল। তিনি বর্তমানে হাসপাতালে একটি অস্ত্রোপচারের অধীনে রয়েছেন। আমরা মিডিয়া এবং ভক্তদের ধৈর্য্য ধরতে অনুরোধ করছি। এটি পুলিশের বিষয়। আমরা পরিস্থিতি সম্পর্কে আপনাকে আপডেট রাখবো।’
উল্লেখযোগ্য, কয়েকদিন আগেই সুইজারল্যান্ড থেকে নববর্ষ উদযাপন করে বাড়ি ফিরেছেন সইফ, করিনা এবং তার ছেলেরা। গত সপ্তাহেই মুম্বাই ফিরেছেন তারা। এরই মাঝে এই ঘটনা ঘটে গেল তাদের বাড়িতে। অন্যদিকে যদি আমরা তার কাজ দেখি তাহলে তাকে শেষ বার দেখা দিয়েছে ‘দেবারা ১’এ।
আরও পড়ুন,
*মা আলিয়া টেনিস কোর্টে ব্যস্ত! মেয়েকে একা হাতে সামলাচ্ছেন রনবীর। উঠে এলো মিষ্টি ভিডিও