অরিজিতের মাতৃভূমি জিয়াগঞ্জের স্মৃতি রোমন্থন করলেন জনপ্রিয় পরিচালক সেলিম মার্চেন্ট! হয়তো অনেকেই জানেন বলিউড তথা টলিউডে রাজত্ব করলেও মুম্বাইতে শুধুমাত্র কাজের জন্যই থাকেন অরিজিৎ। বাকিটা সময় তিনি ফিরে আসেন তার বাড়ি জিয়াগঞ্জ অর্থাৎ মুর্শিদাবাদে।
সেখানে কোনোরকম নিরাপত্তার ঘেরাটোপে থাকেন না বরং সাধারণ মানুষের মতোই ট্রেনে যাতায়াত করেন এবং নিজস্ব স্কুটিতে তাকে দেখা যায় বাড়ির এদিক-ওদিক। আর তার বাড়িতে মাঝেমধ্যেই পৌঁছে যান বলিউডের তাবড়-তাবড় তারকারা। তাদের মধ্যে একজন হলেন সেলিম। সম্প্রতি মুক্তি পেয়েছে তার পরিচালিত এবং অরিজিতের গাওয়া গান ‘সুকুন’।
যেটি রেকর্ড করা হয়েছিল অরিজিতের বাড়িতেই। যখন তিনি জিয়াগঞ্জে এসেছিলেন তখনকার একাধিক ছবি সম্প্রতি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কখনো দেখা যাচ্ছে তিনি অরিজিতের সাথে ব্যাডমিন্টন খেলছেন আবার কখনো তার সাথে স্কুটিতে ঘুরছেন। একইসাথে গান রেকর্ডিংয়ের কয়েক মুহূর্ত তিনি তুলে ধরেছেন সেখানে।
ক্যাপশনে লিখেছেন, ‘জিয়াগঞ্জ ডাম্প! এটা করার জন্য অরিজিৎ তোমাকে ধন্যবাদ। তোমার শৈল্পিকতার জন্য, তোমার আন্তরিকতার জন্য এবং সুকুন-এর প্রতি তোমার ভালোবাসার জন্য। মুর্শিদাবাদের উষ্ণতা অনুভব করতে, তোমার পরিবার এবং সুন্দর দলের সাথে বাড়িতে রান্না করা খাবারের স্বাদ নিতে জিয়াগঞ্জে ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
আসলে অরিজিৎ যেমন মাটির মানুষ তার পরিচিত বা কাছের মানুষেরাও সেভাবেই তার সাথে মেশেন। অন্যান্য তারকারা যেমন বিলাসবহুল গাড়িতে নিরাপত্তার বেড়াজালে রাস্তায় বেরোন, তার সম্পূর্ণ বিপরীত অরিজিৎ। ঠিক এই কারণেই মানুষ তাকে এতোটা বেশি ভালোবাসেন।