Sapna Chaudhary: কয়েক বছর আগে ইউটিউবে মুক্তি পেয়েছে স্বপ্না চৌধুরীর একটি নাচের ভিডিও। যেটি ভীষণই পছন্দ করেছেন দর্শকেরা। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ‘তেরি লত লগ’ গানে অসাধারণ নাচ প্রদর্শন করছেন স্বপ্না চৌধুরী। হরিয়ানায় রাগিনী অনুষ্ঠান খুবই জনপ্রিয়।
যেখানে মূলত দেখা যায় একটি মঞ্চের ওপরে নাচ প্রদর্শন করেন শিল্পীরা। আর সামনে থাকেন প্রচুর দর্শক। সেরকমই একটি রাগিনী অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছিল তাকে। বেগুনি রঙের একটি সালোয়ার কামিজ পরিহিত অবস্থায় নাচ প্রদর্শন করেছেন স্বপ্না।
যারা হরিয়ানভী গানে নাচের ভিডিও দেখেছেন তাদের কাছে স্বপ্না চৌধুরী অতিপরিচিত একটি মুখ। একসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। তার নাচের স্টেপ এবং এক্সপ্রেশন বরাবরই মুগ্ধ করে সকলকে। এই নাচও যে দর্শকেরা বেজায় উপভোগ করেছেন তা বোঝা গিয়েছে দর্শকদের উচ্ছ্বাস দেখেই।
পাশাপাশি এই ভিডিও সোশ্যাল মিটিয়ে উঠে আসতেই সেখানেও ভিউর সংখ্যা চোখে পড়ার মতো। ইতিমধ্যে ভিডিওটি ৬ মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। প্রত্যেকেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করে ভরিয়ে তুলেছেন।
উল্লেখযোগ্য, বর্তমানে যদিও এই শিল্পীকে খুব একটা নাচতে দেখা যায় না, তবে সে জায়গায় অন্যান্য শিল্পীরা মনোরঞ্জন করছেন দর্শকদের। ইতিমধ্যে সে তালিকায় নাম লিখেছেন বহু শিল্পীরা। ক্রমে হরিয়ানভী গানের রমরমা বেড়েই চলেছে।