স্ট্রোকের পর নাচের ভিডিওতে কটাক্ষ, ট্রোলদের কড়া জবাব সায়ন্তনীর

অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত মল্লিককে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। মাত্র কয়েক সপ্তাহ আগে বড়সড় শারীরিক অসুস্থতার মুখোমুখি হয়েছিলেন তিনি। ৮ সেপ্টেম্বর বাড়িতে বসে টিভি দেখতে দেখতেই আচমকা অজ্ঞান হয়ে পড়েন সায়ন্তনী। কয়েক সেকেন্ডের মধ্যেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। স্বামী ইন্দ্রনীল মল্লিক দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বাঁচেন অভিনেত্রী।

হাসপাতাল থেকে ফিরে বেশ কিছুদিন চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন তিনি। শরীর কিছুটা সেরে উঠতেই আবার কাজে ফেরেন সায়ন্তনী। বর্তমানে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে একটি ছোট্ট নেতিবাচক চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে।

নাচের ভিডিও ঘিরে নতুন বিতর্ক

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সায়ন্তনী, যেখানে তাঁকে গানের তালে নাচতে দেখা যায়। আর সেই ভিডিও দেখেই শুরু হয় কটাক্ষ। বহু নেটিজেন দাবি করতে থাকেন— তিনি নাকি আদৌ অসুস্থ ছিলেন না, সবটাই নাকি নাটক! কেউ আবার লিখেছেন, “স্ট্রোক হলে এত তাড়াতাড়ি নাচা যায়?”

এই বিদ্রুপেই ক্ষুব্ধ হয়ে অভিনেত্রী ফের একটি ভিডিও বার্তা দেন।

“আমার অসুস্থতা নিয়ে মন্তব্যের আগে ভাবুন”— সায়ন্তনী

ভিডিওতে সায়ন্তনী স্পষ্ট বলেন—
“কিছুদিন আগে আমি সত্যিই অসুস্থ হয়ে পড়েছিলাম। চিকিৎসকের পরামর্শেই আমাকে প্রতিদিন ফ্রি-হ্যান্ড ব্যায়াম করতে হয়। তাই নাচ বা ব্যায়াম করা আমার রিকভারি প্রক্রিয়ারই অংশ।”

তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁদের, যারা অসুস্থতার সময় তাঁর পাশে থেকেছেন। একইসঙ্গে কটাক্ষকারীদের উদ্দেশে বলেন—
“আপনাদের অনেকের মনে হয়েছে আমার কিছুই হয়নি। দয়া করে একটি মানুষের জীবনে কী চলছে তা না জেনে মন্তব্য করবেন না। আপনাদের এই অসুস্থ মানসিকতার দ্রুত সুস্থতা কামনা করি।”

ব্যক্তিগত জীবন

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন সায়ন্তনী ও ইন্দ্রনীল মল্লিক। সুখেই চলছে তাঁদের সংসার। ইন্দ্রনীলের এটি দ্বিতীয় বিয়ে— ২০১৬ সালে প্রেরণা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন তিনি, যদিও তা বেশিদিন স্থায়ী হয়নি।

কর্মজীবন

‘অনুরাগের ছোঁয়া’, ‘ক্ষীরের পুতুল’, ‘বধূবরণ’, ‘মিলন তিথি’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সায়ন্তনী সেনগুপ্ত। অন্যদিকে ‘ত্রিনয়নী’, ‘ধ্রুবতারা’, ‘রিমলি’— সিরিয়ালের দুনিয়ায় প্রতিষ্ঠিত নাম ইন্দ্রনীলও। বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

আরও পড়ুন
The Academy Of Fine Arts: হাজারো যুদ্ধ পেরিয়ে অবশেষে মুক্তি পেলো ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস!’, কী জানালেন পরিচালক? জানুন

সায়ন্তনীর দাবি, তিনি এখন সুস্থতার পথে, এবং চিকিৎসকের পরামর্শ মেনেই সব করছেন। তাই ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে অযথা মন্তব্য না করার অনুরোধই তাঁর একমাত্র বার্তা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক