আর.জি কর কাণ্ডে প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার অভিনেতা রুদ্রনীল ঘোষ-সহ বেশ কয়েকজন। শুক্রবার শ্যামবাজার মোড়ে ধর্ণায় বসার কথা ছিল বিজেপির সদস্যদের। তবে ধর্ণায় বসার আগেই মঞ্চ ভেঙে দেয় পুলিশ। যেখানে পৌঁছন রূপা গাঙ্গুলী, রুদ্রনীল ঘোষ অগ্নিমিত্রা পল প্রমুখ।
রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে দেখা যায় তাদের। দীর্ঘক্ষণ পুলিশের সাথে ধস্তাধস্তি হওয়ার পর আটক করা হয় রুদ্রনীলকে। তবুও থামানো যায়নি তাকে পুলিশের প্রিজন ভ্যানে উঠে প্রতিবাদ করেন অভিনেতা। বলেন প্রথমে তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়। মমতা ব্যানার্জি বাংলাদেশের ভয় পেয়েছেন।
রুদ্রনীল বলেন, ‘বলছেন এই বোনটার দাম নাকি ১০ লক্ষ টাকা। আমরা কালচারাল সেলের তরফে প্রতিবাদে নেমেছিলাম। রাস্তা নাকি জ্যাম হচ্ছে, এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেফতার করা হল। এই যে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। এবার সবাইকে বলবো রাস্তায় নেমে আসতে, এরা কাউকে ছাড়বে না।’
‘যখন একটা মেয়েকে মেরে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হল, তখন এতো পুলিশ রাস্তায় ছিল না। যত পুলিশ মানুষের মুখ বন্ধ করতে রাস্তায় নেমেছে। এখন লালবাজারে নিয়ে যাচ্ছে। লালবাজারে কত জায়গা আছে? সারা পশ্চিমবঙ্গের মানুষ এবার রাস্তায় নামবে, কতজনকে জেলে পুড়বেন অপদার্থ মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী?’
আরও যোগ করেন, ‘সঙ্গে রয়েছেন বিনীত গোয়েল, এরা প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছেন। যাতে সিবিআইয়ের খুঁজে পেতে কষ্ট হয়। এরা সকলের মুখ বন্ধ করতে চায়, শুধু আমাদের নয়। তাই আওয়াজ তুলুন, মায়েরা বোনেরা। পুলিশ বলছে প্রতিবাদ করা ঘুচিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা আপনার পৈত্রিক সম্পত্তি নয়। রাস্তায় নামুন, প্রতিবাদ করুন।’
আরও পড়ুন,
*উত্তাল রাজ্যবাসী, কীভাবে নীরব রয়েছেন? অবশেষে মৌনতা ভাঙলেন রচনা ব্যানার্জি