নবজাতক ও দীপিকাকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন শাহরুখ খান

গত ৮ই সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন। দীর্ঘদিন অপেক্ষার অবসান। এই জুটির ছেলে হবে নাকি মেয়ে তা নিয়ে নানান জল্পনা চলছিল। অবশেষে দীপিকা ও রণবীরের সংসার আলোকিত করে কন্যা সন্তান ভূমিষ্ট হল। নতুন সদস্যকে বরণ করে নিতে সদাপ্রস্তুত দীপিকা ও রণবীর। সন্তান জন্ম হওয়ার কিছু পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা জানিয়ে দেন। আর এরপর অনুরাগীদের মনে উত্তেজনা তৈরি হয়।

তবে এখনও পর্যন্ত সদ্যোজাতের কোনো ছবি তারা প্রকাশ্যে আনেননি। অনুষ্কা শর্মার মতন একই পথে দীপিকা ও রণবীর হাঁটবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। যদিও বলি পাড়ার অনেকেই যারা নিজেদের সন্তানকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন। আবার অনেকে প্রকাশ্যে এনেছেন এবং রাতরাতি তাদের সন্তান হয়ে উঠেছে স্টার কিড। তবে এই বিষয়ে দীপিকা ও রণবীর কী করবেন তা এখনও স্পষ্ট নয়।

এদিকে এমন সময়ে হাসপাতালে নবজাতক ও দীপিকাকে দেখতে পৌঁছে গেলেন শাহরুখ খান। মুম্বাইয়ের ওই বেসরকারি হাসপাতালে হাজির হলেন তিনি। এরপর দীপিকার সঙ্গে দেখা করেন। এর পাশাপাশি দীপিকা ও রণবীরের কন্যা সন্তানকে দেখেন শাহরুখ। গত ৮ই সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। যদিও সন্তানের ছবি যেমন তারা প্রকাশ্যে আনেননি তেমনই কী নাম রাখবেন তা ঠিক করেননি।

মেয়ের নাম নিয়ে এখনও তারা মনস্থির করেছেন কিনা তা জানা যায়নি। তবে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, তারা সন্তানের পরিকল্পনা করেছেন অনেক আগেই। আর সেই মতন তারা নামের তালিকা তৈরি করে রেখেছেন। সন্তানের নাম ঠিক করে ফেলেছিলেন রণবীর৷ তার সন্তানের নাম হলে নাম রাখবেন সৌর্যবীর সিং এমনটাই জানিয়েছিলেন রণবীর। সৌর্যবীর হলো যিনি সাহসী ও শক্তিশালী।

তবে এরপর পাশাপাশি রণবীর জানিয়েছিলেন তিনি কন্যা সন্তান চান। কারণ কন্যা সন্তান পরিবার কেন্দ্রীক হয়। এর পাশাপাশি রণবীর বরাবর নারী শক্তিতে বিশ্বাসী তাই তিনি কন্যা সন্তান মনেপ্রাণে চান বলে জানিয়েছিলেন ওই সাক্ষাৎকারে।

আরও পড়ুন,
*শুধুমাত্র মেডেল নয় মেডেলের থেকে বেশি তোমরা আবহ পাল্টে দাও: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

error: Content is protected !!