এবার বাদশাহ পুত্র পা রাখলেন সিনেমা জগতে। তবে তিনি শুরুটা করলেন তার বাবার মতন সিনেমা দিয়ে নয়, বরং সিরিজ থেকেই। শাহরুখ পুত্র আরিয়ান খানের নতুন সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর ফার্স্ট লুক তার কিছু ঝলক এবার প্রকাশ্যে এলো। তাকে দেখে সিনেমাপ্রেমীদের মত, অনেকটা যেনো পিতার আত্মজ হয়েছেন ছেলে আরিয়ান খান। তাকে ‘ছোটে বাদশা’ বললেও বিশেষ ভুল হবে না৷ সিরিজটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য আরিয়ান খানের নিজের।
আরিয়ান খান যে তার ডেবিউ সিরিজেই বাজিমাত করেছেন তা বলার অপেক্ষা রাখে না। সিরিজের ফার্স্ট লুকে দেখা যাচ্ছে ‘মহব্বতে’ ছবির সিগনেচার ভায়োলিন দিয়ে শুরু দৃশ্য। আর তারপর বলতে শোনা যাচ্ছে, “এক লড়কি থি দিওয়ানি সি”। টিজারে এরপর দেখা যায় আরিয়ানকে প্রবেশ করতে। রোম্যান্টিক দৃশ্য যেনো কখন বদলে যেতে শুরু করে অ্যাকশন দৃশ্যে।
আরিয়ান দৃশ্যে প্রবেশ করার পর রোম্যান্স ও অ্যাকশনের সংমিশ্রণ যেনো দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এরপর আরিয়ানকে বলতে শোনা যায়, “বলিউড জিসসে আপনে সালো সে প্যায়ার ভি কিয়া অউর ওয়ার ভি কিয়া, ম্যায় ভি ওহি করুঙ্গা”। এই সংলাপ শুনে অনেকের মনে হতে পারে তিনি যেনো তার বাবা শাহরুখ খানকে সংলাপটি ডেডিকেট করছেন।
সিরিজের টিজার মুক্তির পর অনেকেই আরিয়ানের উপস্থিতির দৃশ্যগুলি দেখে বাহবা দিয়েছেন। সিরিজটি প্রযোজনা করেছেন গৌরী খান ও চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আরিয়ান খান। চলতি বছরের শুরুতে নেটিফ্লিক্সে স্ট্রিমিং হবে সিরিজটি। তবে কবে হবে তার সঠিক দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।