জিমের পর ঘর্মাক্ত দেহের ছবি পোস্ট করলেন শিল্পা! দেখে কপালে চোখ নেটিজেনদের

তার বয়স প্রায় পঞ্চাশ অথচ তিনি ফিটনেসের দিক দিয়ে হার মানাতে পারবেন কমবয়সী যুবতীদেরও! হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির সম্পর্কে। তিনি তার ফিটনেস সম্পর্কে ঠিক কতটা সচেতন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি সেরকমই তার ফিটনেসের কয়েক ঝলক তুলে ধরলেন সকলের সামনে। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ছবিতে দেখা যাচ্ছে জিমের মধ্যে একাধিক ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। মূলত শর্টস এবং স্পোর্টস অন্তর্বাস পরিহিত অবস্থায় দেখা গিয়েছে তাকে।

ক্যাপশনে লিখেছেন, ‘ঘর্মাক্ত শেট্টি যাও।’ অর্থাৎ জিম করে প্রচুর ঘাম ঝরিয়েছেন তিনি তবুও থামতে নারাজ। আরো কসরত করতে রাজি এই অভিনেত্রী। উল্লেখযোগ্য, তাকে দেখে রীতিমতো ঈর্ষান্বিত অন্যান্য অভিনেত্রীরা। কারণ, এই বয়সেও তার ফিটনেস চমকে দেয় সকলকে।

অনেকে তাকে জিজ্ঞেস করেছেন তার এতো সুন্দর চেহারা রহস্য কী? অভিনেত্রীর মতে তিনি কিছু নিয়মমাফিক জীবনযাপন করেন। সঠিক খাদ্যাভ্যাস, সঠিক সময় ঘুমানো এবং নিয়মিত শরীরচর্চা এসব করেই তিনি তার যৌবন ধরে রেখেছেন।

তাইতো পঞ্চাশের কোঠায় এসেও তাকে দেখে মনে হবে অষ্টাদশী যুবতী। উল্লেখযোগ্য, একসময় প্রচুর সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও বর্তমানে তাকে আর খুব বেশি পর্দায় দেখা যায় না। তবে বিভিন্ন রিয়্যালিটি শো’তে বিচারকের ভূমিকায় দেখা যায় অভিনেত্রীকে। এছাড়া ছেলে,মেয়ে, স্বামীকে নিয়ে বেশ জীবন কাটাচ্ছেন তিনি।