‘ইমনের নামটাও শুনিনি’, কোন প্রসঙ্গে এমন কথা বললেন শিবপ্রসাদ?

‘প্রাক্তন’ তৈরির সময় ইমন চক্রবর্তীকে চেনাই ছিল না শিবপ্রসাদের। কেবল গলার স্বর শুনেই তাঁকে নির্বাচিত করেছিলেন পরিচালক।

বাংলা চলচ্চিত্রে নতুন প্রতিভাকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সুনাম বহুদিনের। ‘প্রাক্তন’ থেকে ‘হামি’— তাঁর প্রতিটি ছবিতেই উঠে এসেছে নতুন শিল্পীদের উজ্জ্বল উপস্থিতি। তবে অনেকেই জানেন না যে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘প্রাক্তন’-এর জনপ্রিয় গান ‘মি যাকে ভালোবাসো’–র কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীকে নির্বাচন করেছিলেন একেবারেই না দেখে, না চিনে।

সম্প্রতি রিলাক্স স্টুডিও ইন্ডিয়া ৯১-এর প্রকাশিত একটি ভিডিওতে শিবপ্রসাদ নিজেই জানান, “প্রাক্তন তৈরি হওয়ার সময় ইমনকে চিনতাম না। এমনকি নামটাও শুনিনি। অনুপম চ্যাটার্জি আমাকে দুই গায়িকার ভয়েস পাঠিয়েছিল। শুধু গলার স্বর শুনেই একজনকে বেছে নিয়েছিলাম। পরে জেনেছি তিনি ইমন চক্রবর্তী।”

পরিচালকের কথায়, নির্বাচন ছিল সম্পূর্ণ নিরপেক্ষ—কেবল গানটির জন্য উপযুক্ত কণ্ঠ বাছাই। তিনি আরও বলেন, “যাকে বাছিনি তাকেও চিনতাম না। সবটাই শুনে, অনুভব করে হয়েছে। যে গলা গানটার সঙ্গে বেশি মানানসই লেগেছিল তাকেই নিয়েছি।”

পরবর্তীতে সেই গান ইমন চক্রবর্তীকে এনে দেয় জাতীয় পুরস্কার, আর রাতারাতি বদলে যায় তাঁর জীবনের মোড়। ‘প্রাক্তন’-এর সংগীত যেমন দর্শকের মন জয় করেছিল, তেমনই ইমন হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় কণ্ঠ।

‘প্রাক্তন’-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্যসহ আরও বহু তারকা অভিনয় করেছিলেন। ছবিতে চন্দ্রবিন্দু ব্যান্ডের সদস্যদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। তবে গানটির সাফল্য ছবির জনপ্রিয়তাকেও ছাড়িয়ে গিয়েছিল—এটা বললে ভুল হবে না।

FAQ

1. শিবপ্রসাদ মুখোপাধ্যায় কিভাবে ইমন চক্রবর্তীকে নির্বাচন করেছিলেন?
শুধুমাত্র গলার স্বর শুনে।

2. তখন কি শিবপ্রসাদ ইমনকে চিনতেন?
না, তিনি ইমনকে চিনতেন না।

3. কে ইমনের ভয়েস শিবপ্রসাদকে পাঠিয়েছিলেন?
অনুপম চ্যাটার্জি।

4. কতজনের গলার স্বর পাঠানো হয়েছিল?
দু’জনের।

5. শিবপ্রসাদ কি কাউকে সামনাসামনি দেখেছিলেন?
না, দু’জনকেই না দেখে নির্বাচন করেন।

6. ইমন কোন গানের জন্য নির্বাচিত হন?
‘মি যাকে ভালোবাসো’।

7. গানটির জন্য ইমন কী সম্মান পেয়েছিলেন?
জাতীয় পুরস্কার।

8. গানটির বছর কত?
২০১৬।

9. এই গান কোন ছবির?
‘প্রাক্তন’।

10. ছবিতে প্রধান অভিনয় কারা করেছিলেন?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

11. আর কারা অভিনয় করেছিলেন?
অপরাজিতা আঢ্য, মানালি দে, বিশ্বনাথ বস, সাবিত্রী ও সৌমিত্র চট্টোপাধ্যায়।

12. চন্দ্রবিন্দুর কি এতে ভূমিকা ছিল?
ব্যান্ডের সদস্যদের দেখা গিয়েছিল।

13. শিবপ্রসাদ কাকে বাদ দিয়েছিলেন?
আরেকজন মহিলা কণ্ঠশিল্পীকে, যাকে তিনি চিনতেন না।

14. নির্বাচনের মানদণ্ড কী ছিল?
গানের সঙ্গে যার কণ্ঠ বেশি মানানসই।

15. ইমন কি এর আগে বাংলা ছবিতে গান গেয়েছিলেন?
এটি তাঁর ব্রেকথ্রু গান।

16. গান প্রকাশ পাওয়ার পরে কী হয়?
ইমন রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।

17. ‘প্রাক্তন’ কি সফল হয়েছিল?
হ্যাঁ, বাণিজ্যিকভাবে সফল।

18. গানের সাফল্য ছবির তুলনায় কেমন ছিল?
অনেকের মতে গানটি ছবির চেয়েও বেশি জনপ্রিয় হয়েছিল।

19. ভিডিওটি কোথা থেকে প্রকাশিত?
রিলাক্স স্টুডিও ইন্ডিয়া ৯১।

20. ইমন বর্তমানে কেমন অবস্থানে?
বাংলা ছবির অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী।

আরও পড়ুন
Dev: কালো পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন দেব! দেখুন তার মনমাতানো ছবি

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক