মায়ের গানে ছোট্ট কানহার ভূমিকায় দেব্যান! দেখুন শ্রেয়ার নতুন মিউজিক ভিডিও

এবার রূপোলী পর্দায় পদার্পণ জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের একমাত্র পুত্র সন্তান দেব্যান মুখোপাধ্যায়ের। মায়ের একটি মিউজিক অ্যালবামের মাধ্যমেই অভিনয়ে হাতে খড়ি হলো এই ক্ষুদের। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই গান তুমুল প্রশংসিত।

কয়েকদিন আগেই শ্রেয়া ঘোষাল সোশ্যাল মিডিয়ায় তার নতুন কাজের কয়েক ঝলক প্রকাশ্যে এনেছিলেন। যেখান থেকে জানা যায় ‘ও কানহা রে’ নামক একটি গান মুক্তি পেতে চলেছে। তবে সেখানে যে তার ছেলেই ছোট্ট কৃষ্ণ রূপে ধরা দেবে সে বিষয়টা আন্দাজ করতে পারেননি কেউ।

সকলকে চমকে দিয়ে তিনি সেই কথাই ভাগ করে নিয়েছেন ভক্তদের সাথে। ইতিমধ্যে গানটি বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তার ছোট্ট একটি অংশ নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে শিল্পী লিখেছেন, ‘কৃষ্ণকে ভালোবাসা মানে এক নিঃশ্বাসে অনন্ত অনুভব করা। অভিনয়ে আমার ছোট্ট কানহা দেব্যান মুখোপাধ্যায়।’

ভিডিওটিতে শ্রীকৃষ্ণের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে শ্রেয়াকে। যিনি ছোট্ট কানাইয়ের সাথে খুনসুটিতে মেতে উঠেছেন। অন্যদিকে বেশ সাবলীলভাবে ক্যামেরার সামনে ধরা দিয়েছে দেব্যান। তার সেই মিষ্টি খুনসুটি দেখে ভীষণ প্রশংসা করেছেন ভক্তরা। ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সকলে।

উল্লেখযোগ্য, একমাত্র ছেলেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেননি শ্রেয়া। জন্ম থেকেই তার বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। আসলে কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন পরিবারের সাথে আদুরে মুহূর্তগুলি কাটাতে ভোলেন না তিনি। আর এই মিষ্টি মুহূর্তগুলি বেশ উপভোগ করেন ভক্তরাও।

error: Content is protected !!