Shreya Ghoshal: আবারো মজাদার কাণ্ডে মেতে উঠলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। নিজের পছন্দের সিঙ্গারা নিয়ে লড়াই শুরু করলেন তিনি। এবার ভাবছেন হঠাৎ করে সিঙ্গারা নিয়ে কেন পড়লেন? অনেকে জানেন এই শিল্পী ভীষণই খেতে ভালোবাসেন। বিভিন্ন বাঙালী খাবার থেকে শুরু করে সবকিছুই তার পছন্দের।
সেরকমই ‘ইন্ডিয়ান আইডল’এর সেটে বসে তিনি মজাদার খেলায় মেতে উঠেছিলেন। মূলত মুম্বাইয়ের তিনটি জায়গার সিঙ্গারা আনা হয়েছিল তার জন্য। যেখান থেকে তিনি নির্ণয় করেছিলেন কোনটি সবথেকে ভালো খেতে। আর তার এই পাগলামিতে সঙ্গে ছিলেন আরেক শিল্পী বাদশা।
ভিডিওটিতে দেখা যায় সিঙ্গারার কথা শুনেই উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। এরপর বাদশা এবং তিনি মিলে একের পর এক সিঙ্গারা টেস্ট করতে থাকেন এবং শেষে বলেন কোনটি সবথেকে ভালো লেগেছে তাদের। ডায়েটের কথা ভুলে গিয়ে পছন্দের খাবারে মেতে উঠেছিলেন শিল্পী।
আরও পড়ুন
দুই প্রাক্তন ধরলেন হাত! মোহরের প্রাক্তনকে বিয়ে করলেন দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী
আর ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি জানি তুমি কী ভাবছো। কিন্তু আমার সবসময়ই এইসব পাগলাটে ভাবনা আসে। মুম্বাইয়ের সিওন/আন্ধেরি/কান্দিভালি, আমাদের প্রিয় তিনটি জায়গা থেকে সামোসার একটা যুদ্ধ করার কথা ভাবি। জায়গাগুলো অনুমান করো। বাদশাকে ভালোবাসা সবসময় আমার পরিকল্পনায় থেকে আমার অপরাধের সঙ্গী হওয়ার জন্য।’
আরও পড়ুন
স্বামীর সামনেই করিশ্মাকে চুমু খান প্রাক্তন প্রেমিক অক্ষয় খান্না! ফের ভাইরাল পুরোনো ভিডিয়ো
ভিডিওটি দেখামাত্র তার ভিডিওটি ভাইরাল ঝড়ের গতিতে। প্রত্যেকেই ভীষণই মজা পেয়েছেন সেটি দেখে। আসলে এই শিল্পী যে কোনো ভিডিও বা ছবি পোস্ট করলেই তাতে প্রশংসার বন্যা বয়ে যায়। বরাবরই একটু চঞ্চল স্বভাবের তিনি, তাই তার পাগলামিটাকেও পছন্দ করেন নেটিজেনরা।
আরও পড়ুন
Alia: আন্তর্জাতিক মঞ্চে আলিয়া ভাটের বিশেষ সম্মানলাভ, জয় করলেন ‘গোল্ডেন গ্লোবস হরাইজন’ অ্যাওয়ার্ড
#Shreya #Badshah #Indianidol