‘এই পথে শুধুই বিশ্বাসঘাতকতা!’..হঠাৎ এমন কেন বললেন শ্রেয়া? জানুন

সম্প্রতি এবার রেট্রো লুকে দেখা গেল জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালকে। তাকে প্রথম দেখায় মনে হতে পারে কোনো বলিউডের নায়িকা। আসলে তিনি যেমন অসাধারণ সংগীতশিল্পী তেমনি তাকে দেখতেও ভীষণ সুন্দর। এছাড়াও তার ফ্যাশন সেন্স চোখে পড়ার মতো।

মাঝেমধ্যেই বিভিন্ন নতুন লুকে সেজে উঠতে দেখা যায় তাকে। সম্প্রতি এবার ফিরে গেলেন সাদা-কালো যুগে। যখন অভিনেত্রীরা শাড়ি এবং খোঁপায় গোলাপ গুঁজে ঝড় তুলতেন অনুরাগীদের বুকে। ঠিক সেরকম সাজেই সেজে উঠেছিলেন তিনি।

এদিন তার পরনে ছিল সাদার ওপর কালো ডিজাইন করা শিফন শাড়ি, ফুল স্লিভ ব্লাউজ, পুরনো কায়দায় পরা শাড়ি এবং খোঁপার গোলাপ তাকে ভীষণ লাবণ্যময়ী করে তুলেছিল। ছবির নেপথ্যে থেকে বেজে চলেছে গীতা দত্তের জনপ্রিয় গান ‘বাবুজি ধীরে চলনা’। আর তিনি ক্যাপশনেও লিখে দিয়েছেন, ‘এই পথে শুধুই বিশ্বাসঘাতকতা।’

অর্থাৎ এই গানের লাইনটি তুলে ধরেছেন তিনি। তাকে এই সাজে দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। প্রত্যেকের মুখে একটাই কথা তার দিক থেকে চোখ ফেরানো দায়। অন্যদিকে শ্রেয়া তার এই সাজের পেছনে যতজন রয়েছেন সকলের নাম উল্লেখ করে দিয়েছেন। শাড়ি, গয়না, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ফটোগ্রাফারের নাম তুলে ধরেছেন।

খুব সম্ভবত তিনি যে রিয়্যালিটি শো’তে বিচারকের ভূমিকায় রয়েছেন সেখানেই তাকে এই সাজে দেখা যাবে। আসলে যতগুলি এপিসোড সম্প্রচারিত হয় সেখানে যাওয়ার আগে প্রত্যেকবার ফটোশ্যুট করতে দেখা যায় এই শিল্পীকে। আর সেগুলো তিনি ভাগ করে নেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

আরও পড়ুন,
*‘আমি কোমল হতে পারি আবার অপ্রতিরোধ্য হতেও পারি..!’ সহস্র গোলাপের পোশাকে বিশেষ বার্তা মধুমিতার
*‘আইফা শো’তে বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান! কবে করছেন বিয়ে? জানুন কী জানালেন ‘ভাইজান’

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক