গত ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় গায়ক জুবিন গর্গের। তার মৃত্যুর পর স্কুবা ডাইভিং করার ফলে তার মৃত্যুর কথা সকলে জানলেও, যত দিন এগিয়েছে ততই নানান চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নানান রহস্য উঠে এসেছে একের পর এক। এবার যা জানা গেলো তা বিস্ময়কর। অসম পুলিশের তল্লাশিতে জানা গিয়েছে, গায়কের দুই ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি টাকা করে জমা পড়েছে।
এই টাকা জমা পড়ার বিষয়টি রহস্যজনক বলে মনে করছে গোয়েন্দারা৷ ব্যান্ডের তরফে অভিযোগ করা হয়েছে, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়েজক শ্যামকানু মহন্ত বিষ খাইয়েছেন। যদিও বিষয়টি নিয়ে একটি নয় সদস্যের দল তদন্ত চালাচ্ছে। গত ১৯শে সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় গায়কের। কেউ কেউ বলছেন, গায়ককে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। কেউ আবার বলছেন, তার খিঁচুনির সমস্যা ছিল জেনেও গায়ককে জোর করে মদ খাওয়ানো হয়েছে।
আরও পড়ুন,
Zubeen-Garima: “একটাই প্রশ্ন জ্বালাইয়া রেখেছে আমার শূন্য বুক”: জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া
প্রয়াত গায়কের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছেন, সিঙ্গাপুরের জলে যখন প্রায় ডুবে যাচ্ছিলেন গায়ক এবং অনবরত হাঁপাচ্ছিলেন সেইসময় তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা বলে ওঠেন, “জাবো দে, জাবো দে”। অর্থাৎ যেতে দাও, যেতে দাও। যদিও প্রয়াত গায়কের স্ত্রী গরিমা বলেন, শেখর বিষয়টি আগে থেকে জানলে কেনো আগে জানায়নি। কেনই বা তিনি লুকিয়ে রেখেছিলেন।
আরও পড়ুন,
Sreemoyee: একমাত্র মেয়েকে কোলে নিয়ে মা লক্ষ্মীর পাঁচালী পড়তে ব্যস্ত শ্রীময়ী! ভাইরাল ভিডিও
বর্তমানে বিষয়টি নিয়ে জোর তদন্ত চলছে। কেউ দোষ করলে তাকে কঠিন শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন প্রয়াত গায়কের স্ত্রী। এদিকে জুবিনের ব্যান্ডের আরেক সদস্য গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে যেমন দুষছেন তেমনই ব্যান্ডের আরেক সদস্য শেখর জ্যোতি গোস্বামীকেও দায়ী করছেন। ওই সদস্য বলেন, জুবিনের খিঁচুনির সমস্যা আছে জেনেও তাকে আগেরদিন রাত্রে মদ্যপান করানো হয়। আর এর ফল হল উল্টো।
আরও পড়ুন,
Mimi: দুর্গাপুজোর পর বাড়ির লক্ষ্মীপুজোতেও সক্রিয় অংশগ্রহণ মিমির! দেখুন ছবি