SIR: চাঁচলে জীবিত ব্যক্তিকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ

SIR প্রক্রিয়ার মাঝেই মালদহে ভোটার তালিকায় গড়মিল। জীবিত ভ্যানচালককে মৃত দেখিয়ে নাম মুছে ফেলার অভিযোগে চাঞ্চল্য, অভিযোগ নির্বাচন দফতরে।

রাজ্যে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ (SIR), আর সেই সময়েই বড়সড় গড়মিলের অভিযোগ উঠেছে মালদহে। চাঁচল শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা শ্যামল দাসের বিরুদ্ধে ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা—বেঁচে থাকা সত্ত্বেও ভোটার তালিকায় তাঁকে “মৃত” দেখানো হয়েছে!

পেশায় ভ্যানচালক শ্যামলবাবু ভোটার তালিকা যাচাই করতে গিয়ে চমকে যান। নিজের নামের পাশে বড় হরফে লেখা—“Deleted”। অথচ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।

SIR

শ্যামলবাবু সরকারি কর্তাদের গাফিলতিকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন এবং জেলা নির্বাচন কমিশনের দফতরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূল ও বিজেপি।

এদিকে, বর্তমানে রাজ্যে শুরু হয়েছে Special Summary Revision (SIR) প্রক্রিয়া। জাতীয় নির্বাচন কমিশন এবার সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নিয়েছে। এক কেন্দ্রীয় ডেটা অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে, যাতে একই ব্যক্তির নাম একাধিক তালিকায় থাকলে স্বয়ংক্রিয়ভাবে বাদ যাবে।

বিএলওদের (BLO) মাধ্যমে এলাকায় গিয়ে ভোটার যাচাইয়ের কাজও চলছে জোরকদমে। নির্বাচন দফতর জানিয়েছে, কোনও ভোটার প্রথমবার যোগাযোগ না পেলে বিএলও অন্তত তিন-চারবার সেই এলাকায় যাবেন।

তবে শ্যামল দাসের ঘটনার পর সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন—ডিজিটাল পদ্ধতি কতটা নির্ভরযোগ্য?

#SIR #VoterList #Malda #ElectionCommission #WestBengal #DigitalUpdate #Democracy #Blo #NewsUpdate #IndiaNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক