Viral Video: SIR আতঙ্কে সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়, তুমুল রাজনৈতিক তরজা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR। এই প্রক্রিয়া শুরু হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক সংঘাত, বিতর্ক ও অভিযোগের পাল্টাপাল্টি অভিযোগ। একদিকে তৃণমূল ও বিজেপির মধ্যে কাদা-ছোঁড়াছুঁড়ি, অন্যদিকে সীমান্তে দেখা গেছে এক অস্বাভাবিক পরিস্থিতি—এসআইআর আতঙ্কে দেশে ফিরতে চাইছেন বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী।

বাংলাদেশে ফেরার হিড়িক, সীমান্তে ধরা পড়ছে বহু মানুষ

বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন জায়গায় বসবাস করা অনুপ্রবেশকারীরা এবার SIR-এর ভয়ে সীমান্তে ভিড় করছেন বলে সূত্রের খবর। নভেম্বরের শুরুতেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তারালি সীমান্ত থেকে প্রায় ৪৫ জন বাংলাদেশিকে আটক করে বিএসএফ। অভিযোগ, তাঁরা চোরাপথে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন।

অন্যদিকে হাকিমপুর সীমান্ত চেকপোস্টে দেখা গেছে আরও বড় চিত্র—প্রায় তিন শতাধিক বাংলাদেশি পুরুষ, মহিলা ও শিশু অপেক্ষা করছেন ওপারে ফেরার জন্য। কারও মাথায় আসবাবপত্র, কারও হাতে লোটা-কম্বল—সব মিলিয়ে সীমান্তে তৈরি হয়েছে অভূতপূর্ব ভিড়।

বিএসএফের কড়া নজরদারি, বিশেষত যেখানে নেই কাঁটাতার

১৪৩ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছেন। বেআইনি প্রবেশ আটকাতে ও সীমান্ত পারাপার নিয়ন্ত্রণে কড়া তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে সীমান্তের সেইসব জায়গায়, যেখানে কাঁটাতার নেই—সেখানে বাড়ানো হয়েছে ফোর্সের মোতায়েন।

বিএসএফ সূত্র জানাচ্ছে,
“সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া কাউকে সীমান্ত পার হতে দেওয়া হচ্ছে না।”

স্বীকারোক্তি: ‘বেআইনিভাবে থাকতাম, এখন ভয় পাচ্ছি’

হাকিমপুর সীমান্তে অপেক্ষারত বাংলাদেশি নাগরিক সাবিনা পারভিন স্বীকার করেন,
“বাংলাদেশে আমার বাড়ি। বিরাটিতে থাকতাম। কোনও কাগজপত্র ছিল না। পেটের দায়ে এসেছিলাম। এখন SIR-এর ভয়ে বাড়ি ফিরতে চাই।”

তাঁর মতো আরও বহু মানুষই স্বীকার করেছেন যে তাঁরা বছরের পর বছর ধরে বৈধ নথি ছাড়াই ভারতে বসবাস করছিলেন।

রাজনৈতিক তরজা চরমে

বিজেপি নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে—
“হাজার হাজার বাংলাদেশি বেআইনিভাবে ভারতে বসবাস করছিলেন। SIR চালু হতেই তাঁরা পালাতে শুরু করেছেন।”

তৃণমূল অবশ্য এই অভিযোগকে রাজনৈতিক কৌশল বলে আখ্যা দিয়েছে। তারা দাবি করেছে, বিজেপি ইস্যুকে বাড়িয়ে তুলে ভয় ও বিভ্রান্তি তৈরি করছে।

১২ রাজ্যে চলছে বিশেষ সংশোধন প্রক্রিয়া

জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে চলছে এই বিশেষ নিবিড় সংশোধন। উদ্দেশ্য—ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দেওয়া এবং বৈধ নাগরিকদের তথ্য হালনাগাদ করা।

আরও পড়ুন
SSC আন্দোলনের মাঝে শূন্যপদ বাড়ার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর, জানুন বিস্তারিত

কিন্তু রাজ্য রাজনীতিতে এখন একটাই প্রশ্ন—
SIR কি সত্যিই ভুয়ো ভোটার ধরার অভিযান, নাকি নির্বাচনের আগে নতুন রাজনৈতিক উত্তাপ?

পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন সময়ই বলবে।

আরও পড়ুন
SIR ফর্ম না পেলে কী করবেন? SIR–সম্পর্কিত কাজকে আরও সহজ ও স্বচ্ছ করতে নতুন পদক্ষেপ নিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক