কৃষ্ণনগর–আমঘাটা রুটে ছ’টি লোকাল, জানুন টাইমটেবিল

কৃষ্ণনগর ও আমঘাটা হল্টের মাঝে শুরু হচ্ছে নতুন লোকাল ট্রেন পরিষেবা। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী আগামী সোমবার, ১৭ নভেম্বর থেকে দুই স্টেশনের মধ্যে মোট তিন জোড়া—অর্থাৎ ছয়টি লোকাল ট্রেন চলাচল করবে। এতে নিত্যযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছে রেল মহল।

এর আগে শনিবার, ১৫ নভেম্বর উদ্বোধন করা হবে কৃষ্ণনগর জংশন–আমঘাটা–কৃষ্ণনগর লোকাল ট্রেনের প্রথম যাত্রা। বেলা ১২টায় আমঘাটা হল্ট থেকে ছাড়বে উদ্বোধনী ট্রেন এবং ১৫ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে কৃষ্ণনগরে।

রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ছ’টি লোকাল ট্রেন চলবে দুই স্টেশনের মধ্যে। প্রথম ট্রেনটি ছাড়বে ভোরে এবং শেষ ট্রেনটি চলবে রাত ৯টা ৫৫ মিনিট পর্যন্ত। সময়সূচি অনুযায়ী:

কৃষ্ণনগর–আমঘাটা লোকাল (ডাউন লাইন)

৩১৮১১: সকাল ৬:৪৫-এ কৃষ্ণনগর থেকে ছাড়বে, পৌঁছাবে ৭:০০-এ

৩১৮১৩: দুপুর ১:৩০-এ ছাড়বে, পৌঁছাবে ১:৪৫-এ

৩১৮১৫: রাত ৯:১৫-এ ছাড়বে, পৌঁছাবে ৯:৩০-এ

আমঘাটা–কৃষ্ণনগর লোকাল (আপ লাইন)

৩১৮৮২: সকাল ৭:০৮-এ ছাড়বে, পৌঁছাবে ৭:২৩-এ

৩১৮৮৪: দুপুর ১:৫৩-এ ছাড়বে, পৌঁছাবে ২:০৮-এ

৩১৮৮৬: রাত ৯:৩৮-এ ছাড়বে, পৌঁছাবে ৯:৫৫-এ

কৃষ্ণনগর–আমঘাটা রুটে আগে কোনও নিয়মিত লোকাল ট্রেন পরিষেবা ছিল না। ফলে নতুন এই পরিষেবা শুরু হলে কর্মরত মানুষ, ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রী—সকলেরই উপকার হবে বলে আশাবাদী স্থানীয়রা। রেল কর্তৃপক্ষের দাবি, বাড়তি চাহিদা বিবেচনা করেই নতুন এই লোকাল পরিষেবা চালু করা হচ্ছে।

FAQ

১) প্রশ্ন: নতুন লোকাল ট্রেন পরিষেবা কবে থেকে শুরু হচ্ছে?
উত্তর: আগামী সোমবার, ১৭ নভেম্বর থেকে নিয়মিত পরিষেবা শুরু হবে।

২) প্রশ্ন: উদ্বোধনী ট্রেন কবে ছাড়বে?
উত্তর: উদ্বোধনী ট্রেন শনিবার, ১৫ নভেম্বর বেলা ১২টায় আমঘাটা থেকে ছাড়বে।

৩) প্রশ্ন: প্রতিদিন কতটি ট্রেন চলবে?
উত্তর: প্রতিদিন তিন জোড়া অর্থাৎ ছ’টি লোকাল ট্রেন চলবে।

আরও পড়ুন
শিয়ালদা শাখায় মঙ্গলবার পর্যন্ত ট্র্যাফিক ব্লক, বহু লোকাল বাতিল, সংক্ষিপ্ত করা হয়েছে যাত্রাপথ

৪) প্রশ্ন: প্রথম কৃষ্ণনগর–আমঘাটা ট্রেন কখন ছাড়বে?
উত্তর: সকাল ৬টা ৪৫ মিনিটে।

৫) প্রশ্ন: শেষ কৃষ্ণনগর–আমঘাটা ট্রেন কখন ছাড়বে?
উত্তর: রাত ৯টা ১৫ মিনিটে।

৬) প্রশ্ন: আমঘাটা–কৃষ্ণনগর প্রথম ট্রেন কখন মিলবে?
উত্তর: সকাল ৭টা ৮ মিনিটে আমঘাটা হল্ট থেকে ছাড়বে।

৭) প্রশ্ন: দুই স্টেশনের মাঝে যাত্রাপথ কত মিনিটের?
উত্তর: প্রায় ১৫ মিনিট।

৮) প্রশ্ন: দুপুরে কি ট্রেন আছে?
উত্তর: হ্যাঁ, দুপুর ১টা ৩০ মিনিটে (ডাউন) এবং ১টা ৫৩ মিনিটে (আপ) ট্রেন আছে।

৯) প্রশ্ন: রাত্রে শেষ আমঘাটা–কৃষ্ণনগর ট্রেন কখন?
উত্তর: রাত ৯টা ৩৮ মিনিটে আমঘাটা হল্ট থেকে ছাড়ে।

১০) প্রশ্ন: পরিষেবা কেন চালু করা হচ্ছে?
উত্তর: নিত্যযাত্রীদের সুবিধা ও বাড়তি চাহিদার কারণে এই নতুন পরিষেবা চালু করা হয়েছে।

#LocalTrainUpdates #EasternRailway #Krishnanagar

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক