Business Idea: অল্প দিনের মধ্যেই নাম মাত্র লগ্নিতে উপচে পড়াবে আয়! কিন্তু কিভাবে?

টাকা আয় করতে কে না চায় বলুন তো? সবাই চায় অল্প হলেও নিজস্ব কিছু ইনকাম থাকুক। অনেকে আছেন যারা পড়াশোনা করছেন বলে প্রতিদিন অন্য কোনো ৮ থেকে ৮ টা ডিউটির কোন কাজ জয়েন করতে পারছেন না। তাদের জন্য আজকে একটি দারুণ স্মল বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয়েছি।

এই বিজনেস করতে গেলে ৮ থেকে ৮ টা টাইমও দিতে হবে না। তার ওপর প্রত্যেকদিন কাজ করতে হবে না। এই বিজনেসটি করতে গেলে মাঝেমধ্যে সময় দিলেই হবে, কিংবা কখনো কখনো হয়তো পরপর দু-তিন দিন টানা কাজ করতে হলো।

সব থেকে খুশির ব্যাপার হলো এই ব্যবসাটি যেকোনো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষই করতে পারবেন। কারণ এই ব্যবসা করতে গেলে খুব বেশি ইনভেস্ট‌ও করতে হয় না। মোটামুটি পাঁচ সাত হাজার টাকা হলেই এই বিজনেস টি শুরু করতে পারবেন।

এটি স্মল বিজনেসটি করতে প্রয়োজন হবে প্লাস্টিকের ফুল, মালা, থার্মোকলের ফুল ,চুমকি ,শুকনো কাঠি সহ আরো নানান এই ধরনের ডেকরেশনের জিনিস। বিয়েবাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন, জন্মদিন ও পূজো বাড়িতেও এই ধরনের ডেকরেশনের কাজ হয়।

ডেকোরেশন এর এই স্মল বিজনেসে নতুন নতুন অবস্থায় হয়তো আপনার আয় টা একটু কম হবে, কিন্তু আপনার কাজের পরিচিতি হয়ে গেলে ইনকামটাও অনেকটাই বেড়ে যাবে। ধীরে ধীরে ইনকামটা একটু বেড়ে গেলেই আরো সরঞ্জাম কিনে নেবেন তাহলে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। কয়েকটি ডেকোরেশনের কাজ করলেই দেখবেন আপনার ইনভেস্টের টাকাও উঠে এসেছে।

আরও পড়ুন,
*Money Savings Tips: পুজোর মাসে হু হু করে বাড়বে খরচ, সেভিংস করতে চান? রইলো ৫ টোটকা

error: Content is protected !!