একবার দু’বার নয় মাত্র ৩৪ দিনের মধ্যে ৬ বার সাপের কামড় খেয়েছেন এক ব্যক্তি। তাও আবার আলাদা কোনো সাপ নয় বরং একই সাপের কামড় খেয়েছেন এই ব্যক্তি। এই চমকে দেওয়া ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুর জেলায়। যা শোনার পর রীতিমতো চমকে গিয়েছেন সকলে।
উত্তরপ্রদেশের ফতেপুর জেলার মালওয়া থানা এলাকার সাউরা গ্রামের বাসিন্দা বিকাশ দুবে। তিনি জানিয়েছেন একই সাপ তাকে ৬ বার কামড়েছে, মাত্র ৩৪ দিনের মধ্যেই। এমনকি স্বপ্নে রীতিমতো হুমকি দিয়ে গিয়েছে তাকে। ২৪ বছর বয়সী বিকাশ প্রথমবার সাপের কামড় খাওয়ার পর চিকিৎসকের কাছে যান।
চিকিৎসার পর সুস্থ হয়ে যান তিনি। এরপরে আবার তাকে দু’বার ওই একই সাপে কামড়ায়। এরপর চিকিৎসক তাকে পরামর্শ দেন তাকে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য। তবে বিকাশ আগে থেকে জানতেন কবে, কোথায় ওই সাপ তাকে কামড়াবে।
সেরকমটাই মাসির বাড়ি গিয়েও রেহাই মেলেনি। সেখানে গিয়েও আরো একবার কামড় খান তিনি। এরপর তিনি মাসির বাড়ি ছেড়ে চলে যান মামার বাড়ি। তবুও সেখানে পৌঁছে যায় সেই সাপটি। এভাবে মোট ৬ বার ওই একই সাপের কামড় খেয়েছেন বিকাশ।
তিনি জানিয়েছেন ওই সাপ তাকে নাকি স্বপ্নে এসে হুমকি দিয়ে গেছে মোট ৯ বার সাপের কামড় খেতে হবে তাকে। আর শেষবারের কামড়েই নাকি মৃত্যু ঘটবে ওই ব্যক্তির। যা জানার পর থেকে আতঙ্কে ভুগছেন বিকাশ এবং তার পরিবারের সদস্যরা।