সময়ের সাথে সাথে ইলেকট্রিক যানবাহনের রমরমা কী পরিমাণ বাড়ছে তা আমরা সকলেই জানি। বর্তমান সময়ে বিভিন্ন অটোমোবাইল সংস্থাগুলি এই ইলেকট্রিক যানবাহনের দিকেই আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যে আমাদের সামনে একাধিক ইলেকট্রিক যানবাহন উঠে এসেছে।
যে তালিকায় রয়েছে দুই চাকা থেকে শুরু করে চার চাকা। সেরকমই খুব শীঘ্রই আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে জনপ্রিয় সংস্থা ‘Suzuki।’ ‘Burgman Street Electric’ নামক এই স্কুটারটি আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে। যার দাম থাকতে পারে ১.০৫ লাখ-১.২০ লাখ টাকা।
বর্তমানে এই স্কুটারের মতো বেশ কিছু স্কুটার উপলব্ধ রয়েছে বাজারে। যার মধ্যে ‘iVOOMi Jeet X’, ‘Kinetic Green Zulu’ এবং ‘Odysse Racer’ অন্যতম। এই সংস্থা মূলত নিজেদের তৈরি করছে দুই চাকার বাজারে প্রবেশ করার জন্য। ‘Burgman Street 125’ ইলেকট্রিক স্কুটারের মাধ্যমে ভারতীয় দুই চাকার বাজারে নাম লেখাবে তারা।
তাদের এই স্কুটারের বিশেষত্ব হলো এটি সাদা এবং নীল দ্বৈত রঙে আসবে, যা মূলত অন্যান্য স্কুটারে দেখা যায় না। মনে করা হচ্ছে এতে সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়াও এখানে ব্লুটুথ কানেকশন থাকবে।
অন্যান্য প্রযুক্তি দেখতে গেলে এতে ব্যাটারি প্রতিস্থাপন প্রযুক্তি এবং ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। যদি এখনও পর্যন্ত এই স্কুটার সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আসেনি। তবে মনে করা হচ্ছে এটি অনেকটা তাদের প্রতিদ্বন্দ্বী ‘TVS iQube’ এবং ‘Bajaj Chetak’ এর মতো হতে পারে।