এবার বিয়ের যজ্ঞের আগুনের সাথে চিতার আগুনের তুলনা করতে দেখা গেল অভিনেত্রী সোহিনী সরকারকে! যা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন সকলে। আসলে এই সংলাপ মূলত তার নতুন সিনেমার। যেটি খুব শীঘ্রই আসতে চলেছে।
সম্প্রতি সিনেমার এক ঝলক পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন। নেপথ্যে শোনা গিয়েছে এক পুরুষ কণ্ঠ। যিনি বলছেন, ‘বিয়ের যজ্ঞের আগুন যতটা সত্যি, চিতার আগুন ঠিক ততটাই।”
অর্থাৎ বিয়ের যজ্ঞের সাথে তুলনা করা হয়েছে চিতার আগুনের। জানা গিয়েছে এই সিনেমার নাম ‘অমরসঙ্গী’। যেখানে দেখা যাবে সোহিনী সরকার এবং অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে। যদিও এই সিনেমা কবে মুক্তি পেতে চলেছে বা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাননি অভিনেত্রী।
ভিডিওর শেষে শুধুমাত্র লেখা ‘আসছে’। খুব সম্ভবত নতুন বছরে এই সিনেমা আসতে চলেছে। তবে এই এক ঝলক দেখার পর দর্শকদের উচ্ছ্বাস বেড়ে গিয়েছে বহুমাত্রায়। কারণ, দীর্ঘদিন বড়ো পর্দায় দেখা যাচ্ছে না সোহিনীকে। তাই ভক্তরা অপেক্ষা করছিলেন তাকে ফের পর্দায় দেখার।
সেই অপেক্ষারই অবসান ঘটালেন তিনি। উল্লেখযোগ্য, বিয়ের পর থেকে আর কোনো সিনেমায় দেখা যায়নি সোহিনীকে। স্বামীর সাথে ঘুরতেই ব্যস্ত ছিলেন তিনি। যদিও কখনোই শোভনের সাথে কোনো ছবি পোস্ট করতে দেখা যায়নি তাকে। সব ছবিতে তাকে একাই দেখা গিয়েছে। বিশেষ করে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি।