বিতর্কিত মন্তব্যের বিকৃতি নিয়ে মুখ খুললেন সোহিনী সরকার। জানালেন, মা হতে চান তিনি, প্রয়োজনে দত্তক নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী।
আরজি কর কাণ্ডের সময় শিক্ষা থেকে স্বাস্থ্য— সর্বত্র দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। সে সময় তিনি বলেছিলেন, “আমার সদ্য বিয়ে হয়েছে। স্বামীকে বললাম, মা হব? কোন দেশে মা হব? আমি চাই না আমার সন্তানকে এমন দেশে রেখে যেতে।”

এই মন্তব্য ঘিরে তাঁকে ঘিরে তৈরি হয়েছিল প্রবল বিতর্ক। অনেকেই দাবি করেছিলেন, সোহিনী নাকি বলেছেন— “এই রাজ্যে মা হব না।” সম্প্রতি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রীর সমালোচনা করেন।
এ বার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহিনী স্পষ্ট জানিয়েছেন, “আমি কি পাগল যে এমন কথা বলব? আমি কোনও রাজনৈতিক দলকে নয়, গোটা দেশের পরিস্থিতিকে নিয়েই প্রশ্ন তুলেছিলাম।” তিনি আরও বলেন, “বেমক্কা লিখে ছড়িয়ে দেওয়া হল, আমি নাকি বলেছি এই রাজ্যে মা হব না!”

মা হওয়া প্রসঙ্গে সোহিনীর candid স্বীকারোক্তি, “আমার বয়সে চাইলেই কাল মা হয়ে যাব, এমন নয়। অবশ্যই মা হতে চাই। তবে সময়টা এখনও ঠিক জানি না। প্রয়োজনে দত্তক নিতেও আমি প্রস্তুত।”
তিনি আরও যোগ করেন, “মাতৃত্ব এক ধরনের বোধ, যা আমার মধ্যেও প্রবাহিত।” সমাজমাধ্যমে তাঁর বক্তব্যের বিকৃতি ছড়িয়ে পড়ায় অভিনেত্রী বিরক্তি প্রকাশ করেছেন।
বিনোদন
Srabanti Chatterjee: যেন দুই বোন! হবু বউমার জন্মদিনে চুমু শ্রাবন্তীর
#SohiniSarkar #Tollywood #Motherhood #BengalPolitics #ViralStatement #EntertainmentNews #BanglaCinema #CelebrityNews #DigitalBanglaNews

