Sohini: সম্প্রতি এবার রাজনন্দিনীর বেশে ধরা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। তাকে দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। শাড়িতে বরাবর অসাধারণ সুন্দরী লাগে তাকে দেখতে। এবারেও তার অন্যথা হয়নি। একটি লাল-কালো রঙের শাড়ি পরে ধরা দিয়েছেন তিনি।
মাথায় টিকলি, কানে বড়ো দুল এবং হাতভর্তি পলা ও চুড়ি। আদর্শ বঙ্গবধূ হিসেবে ধরা দিয়েছেন তিনি। এদিন তাকে একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে। কখনো হাসিমুখে অন্যদিকে তাকিয়ে রয়েছেন, আবার কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আছেন স্নিগ্ধতার সাথে।
ছবিগুলি পোস্ট করতেই সেখানে নানান প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তাকে ঠিক যেন রাজরানীর মতোন লাগছে দেখতে। এছাড়াও আরো অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে। তিনি যে কোনো ছবি পোস্ট করলেই সেখানে ভালোবাসায় ভরিয়ে তোলেন ভক্তরা।
আসলে অনুরাগীদের সাথে তার ব্যবহার এতোটাই ভালো যে প্রত্যেকেই তাকে পছন্দ করেন। সবমিলিয়ে এই ছবির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি। অন্যদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা, ‘রান্নাবাটি’। যেখানে ঋত্বিক চক্রবর্তীর বিপরীত অভিনয় করেছেন তিনি।
এছাড়াও ‘হইচই’তে খুব শীঘ্রই মুক্তি পাবে তার নতুন সিরিজ ‘কর্ম কোর্মা।’ বেশ অন্যরকমের একটি কাহিনী ফুটে উঠবে এই সিরিজে। যা পরিচালনা করেছেন তো ‘রান্নাবাটি’র পরিচালক প্রতিম ডি. গুপ্ত। তিনি ছাড়াও সেখানে থাকবেন ঋতাভরী চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। ইতিমধ্যেই তার একাধিক ঝলক উঠে এসেছে।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: সোহিনী সরকার সম্প্রতি কোন লুকে ধরা দিয়েছেন?
উত্তর: তিনি সম্প্রতি রাজনন্দিনীর বেশে ধরা দিয়েছেন এবং লাল-কালো শাড়ি, টিকলি, বড় দুল ও হাতভর্তি পলা-চুড়িতে আদর্শ বঙ্গবধূ রূপে উপস্থিত হয়েছেন।
আরও পড়ুন
উপাসনার ‘ডিম্বাণু সংরক্ষণ’ মন্তব্যে নেটদুনিয়ায় তুমুল বিতর্ক, কী বললেন তারকাপত্নী?
প্রশ্ন ২: নেটিজেনদের প্রতিক্রিয়া কেমন ছিল?
উত্তর: নেটিজেনরা তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন এবং মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। অনেকে বলেছেন, তাকে রাজরানীর মতো লাগছে।
প্রশ্ন ৩: সোহিনীর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম কী?
উত্তর: তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘রান্নাবাটি’, যেখানে তিনি ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন।
প্রশ্ন ৪: তার আসন্ন ওয়েব সিরিজের নাম কী এবং কোথায় মুক্তি পাবে?
উত্তর: তার আসন্ন ওয়েব সিরিজের নাম ‘কর্ম কোর্মা’, যা খুব শীঘ্রই ‘হইচই’-তে মুক্তি পাবে।
প্রশ্ন ৫: ‘কর্ম কোর্মা’ সিরিজটি কে পরিচালনা করেছেন এবং আর কারা অভিনয় করেছেন?
উত্তর: সিরিজটি পরিচালনা করেছেন প্রতিম ডি. গুপ্ত এবং এতে সোহিনীর পাশাপাশি ঋতাভরী চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী অভিনয় করেছেন।
#Sohini
