ডিসেম্বর মানেই বিয়েবাড়ি আর সাজগোজ! ব্যতিক্রম নয় তারকাদের ক্ষেত্রেও। তাদেরও কোনো না কোনো বিয়েবাড়িতে নেমন্তন্ন থেকেই থাকে। সেরকমই এবার বিয়েবাড়ি নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করলেন অভিনেত্রী সোহিনী সরকার। যেখানে তাকে দেখে রীতিমতো ঝড় উঠেছে অনুরাগীদের বুকে।
বেশিরভাগ সময় সাদামাটা সাজেই থাকতে পছন্দ করেন তিনি। তবে সম্প্রতি যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে বেশ ভালোভাবেই সেজেগুজে দেখা গিয়েছে সোহিনীকে। তার পরনে রয়েছে হলুদ রঙের ব্লাউজ এবং লাল রঙের শাড়ি। খোলা চুলে অসাধারণ লাগছিল তাকে দেখতে।
তবে অবাক বিষয় হলো তার এক হাতে রয়েছে দুটো মোটা শাঁখা এবং অজস্র পলা অথচ অন্য হাতে কোনো চুড়ি পরেননি। এই বিষয়টি নিয়ে বেশ কিছুজন প্রশ্ন করেছেন। তাদের মতে, ‘এ কেমন স্টাইল যেখানে এক হাত খালি অথচ অন্য হাতে এতো চুড়ি?’ যদিও এসব প্রশ্নের কোনো উত্তর দিতে দেখা যায়নি সোহিনীকে।
ক্যাপশনে লিখেছেন, ‘বিয়েবাড়ি আর ডিসেম্বর।’ মানানসই মেকআপে ভীষণ সুন্দর লাগছিল তাকে দেখতে। তাইতো অনুরাগীরা তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন। উল্লেখযোগ্য, সম্প্রতি তিনি তার নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন যার নাম ‘অমরসঙ্গী।’
একটি ভিডিও পোস্ট করে সেখানে লিখেছিলেন, ‘মৃত্যু কি তাদের আলাদা করতে পারবে?’ আর সেই ভিডিওতে দেখা যায় একজন বলে চলেছেন, ‘বিয়ের যজ্ঞের আগুন যতটা সত্যি, চিতার আগুনও ঠিক ততটাই।’ জানা গিয়েছে এই সিনেমায় তাকে ছাড়াও দেখা যাবে বিক্রম চ্যাটার্জিকে। আপাতত এই সিনেমার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।