একসময় অভিনয় জগৎ ছাড়তে চেয়েছিলেন সোলাঙ্কি! চাঞ্চল্যকর তথ্য এক সাক্ষাৎকারে

এক সময় কাজ ছাড়ার কথা ভেবেছিলেন অভিনেত্রী সোলাঙ্কি রায়! এমনকি নিজেকে বারবার দোষ দিয়েছিলেন কেন তিনি ইন্ডাস্ট্রিতে এসেছেন? শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। এই চমকে দেওয়া কথা তিনি জানিয়েছেন একটি সাক্ষাৎকারে এসে। সেখানে তার জীবনের নানান তথ্য উঠে এসেছিল।

তারই এক ঝলক ওই সাক্ষাৎকার অনুষ্ঠানের সঞ্চালিকা ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যায় অভিনেত্রী বলছেন, ‘এখন ১৪ ঘণ্টা হয়েছে টেলিভিশন বা ওয়েব শোয়ের শ্যুটিং। তবে আগে কিন্তু এমনটা ছিল না। আগে ২৪ ঘন্টা শ্যুট থাকতো। এমনকি আমিও ২৫-২৬ ঘন্টা একটানা শ্যুটিং করেছি।’

‘মেকআপ রুমটায় এসি ছিল কিন্তু শ্যুটিং ফ্লোরে এসি ছিল না। মেকআপ রুম এবং ফ্লোরের মধ্যে বারবার যাতায়াতে খুব শরীর খারাপ হতো। তবে আস্তে আস্তে যখন আমি আমার কাজটাকে ভালবাসতে শুরু করলাম, তার আগে মাঝখানে এমন হয়েছিল যখন আমার মনে হতো আমি কেন করছি?’

‘কেউ তো আমাকে মাথার দিব্যি দেয়নি। আমার বাবা-মা বলেছিল তুই ছেড়ে দিতে পারিস। তবে আমার একটা জেদ তৈরি হয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এভাবে ছাড়বো না। আমাকে যদি ছাড়তেই হয় আমি আমার জন্য নাম তৈরি করবো তারপর ছাড়বো। হয়তো আমার ইগোর কারণেই আমি এমনটা ভেবেছিলাম।’

উল্লেখযোগ্য, ইতিমধ্যে একাধিক প্রোজেক্টে কাজ করে ফেলেছেন সোলাঙ্কি। তবে সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছিলেন ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের মাধ্যমে। এরপর একে একে ধারাবাহিক থেকে শুরু করে বড় পর্দাতেও দেখা গিয়েছে তাকে। তার করা সিনেমাগুলির মধ্যে অন্যতম ‘শহরের উষ্ণতম দিনে’, ‘বাবা বেবি ও’ ইত্যাদি।

error: Content is protected !!