সম্প্রতি এবার বস লেডি রূপে ধরা দিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা! তাকে দেখিয়ে রীতিমতো চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। আসলে বরাবরই আত্মবিশ্বাসের সাথে সকলের সামনে আসতে দেখা যায় এই অভিনেত্রীকে, এবারেও তার অন্যথা হলো না।
এবার তিনি মেকআপ রুম থেকেই একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিয়েছেন। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আবার কখনো আয়নার দিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী। তার পরনে রয়েছে প্যান্ট, করসেট টপ এবং লেদারের জ্যাকেট।
ছবিতে তারা আত্মবিশ্বাস ছিল চোখে পরার মতোন। ভীষণ দৃঢ় চাহনিতে তাকিয়ে ছিলেন ক্যামেরার দিকে। ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘দেওয়াল ভরা আয়না।’ ছবিগুলো পোস্ট করতেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা সময়ের সাথে সাথে তার জৌলুস যেন বেড়েই চলেছে।
আসলেও তাই বিয়ের পর থেকে তার জেল্লা বেড়ে চলেছে বহুমাত্রায়। আসলে এখন তিনি অনেক বেশি হাসিখুশি থাকেন তাই তাকে আরও বেশি আকর্ষণীয় দেখায়। উল্লেখযোগ্য, বিয়ের পর থেকে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী ও তার স্বামী জাহির ইকবাল। দেশের বিভিন্ন জায়গা সহ বিদেশেও ঘুরছেন তারা।
ইতালি, অস্ট্রেলিয়া থেকে শুরু করে একাধিক জায়গায় দেখা গিয়েছে তাদের। নতুন বছরের শুরুটাও বিদেশেই করেছিলেন এই জুটি। সেই ছবিও তিনি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে সেখানকার ছবি নিয়ে বেশ সমালোচনা চলেছিল। কারণ, দীপাবলির সময় তিনি আতশবাজি জ্বালাতে বারণ করেছিলেন অথচ নতুন বছরের শুরুতে সেই আতশবাজির মধ্যেই উল্লাস করতে দেখা যায় তাদের।
আরও পড়ুন,
*বয়স যেনো শুধুই সংখ্যা, পঞ্চাশ পার করলেও বলিউডের ‘গ্রিক গড’ এখনও তরুণ