অনিন্দিতা বসুর সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা সৌরভ দাস! জানালেন ওই অভিনেত্রীর সাথে তার বৈবাহিক সম্পর্কের সত্যতা। গৌরব চ্যাটার্জির সাথে বিচ্ছেদের পর সৌরভের সাথে সম্পর্ক শুরু হয় অনিন্দিতার। ভীষণ সুখেই দিন কাটাচ্ছিলেন তারা। লিভ-ইন করেছেন বেশ কিছু বছর।
তবে হঠাৎ করেই ছন্দপতন! দু’জনের পথ আলাদা হয়ে যায়। এই বিষয়ে নানান জল্পনা উঠে এসেছে ভক্তমহলে। এমনটাও শোনা গিয়েছে যে অনিন্দিতা এবং সৌরভ বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। তবে তা সত্যি কিনা সেই বিষয়ে মুখ খুললেন সৌরভ। একটি সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন তিনি।
সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার কোনোদিনও বিয়ে হয়নি। আমার প্রথম বিয়ে দর্শনা বণিকের সাথে। অনেকে বলে অনিন্দিতার সাথে আমার বিয়ে হয়েছে। তুমিও ভাবো কিন্তু সেটা ঠিক না। এর আগে আমার কোনো টাইটেল ছিল না। দর্শনাকে বিয়ে করার পর আমি এখন সৌরভ বণিক।’ এরপর সঞ্চালক বলেন, ‘তুমি তো অনিন্দিতার ফ্যান।’
সৌরভ বলেন, ‘ছোটবেলা থেকেই আমি ওর ফ্যান। এখনো আমি ওর ফ্যান। তবে ওর সাথে আমার কখনো বিয়ে হয়নি। তুমি এটা বলে দিয়ে ভালো করলে। কারণ দর্শনার সাথে বিয়ের পরেও এমন অনেকে বলতো আমার সাথে অনিন্দিতার বিয়ে হয়েছে।’ আসলে নিজেদের কেনা ফ্ল্যাটে লিভ-ইন করতেন তারা।
যার নাম ছিল ‘প্রথম অধ্যায়’। তবে হঠাৎ করেই নাকি সৌরভের মধ্যে পরিবর্তন আসে। অনিন্দিতা এই বিষয়ে জানিয়েছিলেন যে সৌরভের সাথে তার সম্পর্ক ছিল সে এখন আর নেই। তাই তাদের সেই বাড়ি দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। বর্তমানে অনিন্দিতা মুম্বাইতে নিজের কেরিয়ার শুরু করেছেন। অন্যদিকে সৌরভও সংসার করছেন দর্শনার সাথে।