বেহালার গাঙ্গুলি বাড়িতে শীঘ্রই বাজতে চলেছে বিয়ের সানাই। আর এই সানাইয়ে বিয়ের পিঁড়িতে বসবেন সৌরভ গাঙ্গুলির ভাইঝি। সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলির কন্যা স্নেহা গাঙ্গুলি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। আর এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে জানার সুযোগ করে দেন স্নেহাশিস গাঙ্গুলির প্রথম পক্ষের স্ত্রী মম গাঙ্গুলি। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার মেয়েকে নিয়ে।
স্নেহাশিস গাঙ্গুলি ও মম গাঙ্গুলির কন্যা হলেন স্নেহা গাঙ্গুলি। যদি স্নেহাশিস ও মম ইতিমধ্যে বৈবাহিক জীবন থেকে ইতি টেনেছেন। তারা একে অপরের থেকে বিবাহবিচ্ছেদের করেছেন ও স্নেহাশিস গাঙ্গুলি ৫৯ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। বর্তমানে তিনি সিএবি প্রেসিডেন্ট। চলতি বছরের জুলাই মাসে দ্বিতীয়বার অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্নেহাশিস গাঙ্গুলি।
স্নেহাশিস গাঙ্গুলির প্রথম পক্ষের সন্তান স্নেহা এবার নিজের জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন। বর্তমানে স্নেহা মার্কিন মুলুকে থাকেন। সেখানে তিনি জেনেটিক্স নিয়ে গবেষণা করছেন। সেখানে পড়াশোনা করতে গিয়ে তার জীবনসঙ্গীর সঙ্গে আলাপ হয় তার। আর তারপর স্নেহাকে তার সঙ্গীনি সিনেমার কায়দায় প্রস্তাব দেন।
আর সেই মূহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মম গাঙ্গুলি। মেয়ে ও হবু জামাইয়ের বেশ কিছু রোম্যান্টিক ছবি পোস্ট করে মম লেখেন, “অবশেষে সেই দিন এসে উপস্থিত, আমার বাচ্চা মেয়ে নিজের জীবনের নতুন যাত্রা শুরু করছে।” স্নেহার মা জানিয়েছেন, তার মেয়ের হবু জামাইয়ের সঙ্গে আলাপ হয় সান দিয়াগোতে মাস্টার্স করবার সময়।
গাঙ্গুলি বাড়ির হবু জামাইয়ের নাম নিখিল। যেকোনো পরিস্থিতিতে স্নেহাকে আগলে রেখেছেন নিখিল। ট্রেক করতে গিয়ে একদিন পাহাড়ের উপরে হাঁটু গেড়ে বসে স্নেহাকে বিয়ের প্রস্তাব দেন নিখিল। আর সেই প্রস্তাবে সম্মতি দিতে এক মূহুর্ত দেরি করেননি স্নেহা।
তিন বছর আগে যেদিন তাদের প্রথম আলাপ হয় সেইদিনটি বেছে নিয়েছেন নিখিল স্নেহাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। নিখিল মহারাষ্ট্রের বাসিন্দা। বর্তমানে তিনি থাকেন ওয়াশিংট ডিসি-র বাল্টিমোরে। তবে কবে স্নেহা সাত পাকে বাঁধা পড়ছেন তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।