অন্ধকার সময়েই স্ত্রী’র জন্মদিন উপলক্ষ্যে বিশেষ উপহার দিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়! জানালেন তার প্রতি ভালোবাসার কথা। বর্তমানে আর.জি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্যবাসী। এই ঘটনা ঘটার প্রথম দিন থেকেই প্রতিবাদে সামিল হয়েছিলেন পরমব্রত এবং তার স্ত্রী পিয়া।
১৪ আগস্ট রাত্রি দখল করার রাতেও একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছে তাদের। তার ঠিক দুদিন পর ১৬ই আগস্ট ছিল পিয়ার জন্মদিন। যদিও এখন সময়টা অন্ধকার, তবে এর মাঝেই স্ত্রীকে জন্মদিনের উপহার দিলেন গান গেয়ে। নিজেই গিটার বাজিয়ে ‘মহীনের ঘোড়াগুলি’র ‘শহরের উষ্ণতম দিনে’ গানটি গেয়েছেন পরম।
সাথে লেখেন, ‘এখন মধ্যরাত। তোমার জন্মদিন। তাই কোনো অভ্যেস ছাড়াই কর্কশ কণ্ঠে আজ তোমায় একটা গান উপহার দিতে চাই। আশা করছি, এই অন্ধকার সময়ে এই গান তোমায় একটু আনন্দ দেবে। শুভ জন্মদিন, ভালোবাসা। বন্ধু ও ভালোবাসার সঙ্গী হিসেবে পরস্পরের হাতে হাত রেখে এগোবো আমরা।’
যেই পোস্ট দেখার পর পিয়া মন্তব্য করেন, ‘ধন্যবাদ পরমব্রত। সত্যিই এই উপহার আমার মন ভালোবাসায় ভরিয়েছে। হতাশা ও ক্রোধের এই সময়ে ভালোবাসা থাকুক।’ পিয়াকে বিয়ে করার পর একাধিক কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন পরম। তবে কোনো কিছুকেই তোয়াক্কা করেননি তারা বরং একে অপরের সাথে সুখে সংসার করছেন।
পাশাপাশি তিনি জানিয়েছিলেন এই পৃথিবীতে তার আর কেউ নেই। তাই দিনের শেষে ঘরে ফিরলে পিয়া তার নিরাপদ আশ্রয়। স্বামী-স্ত্রীর থেকে বড়ো তারা একে অপরের খুব ভালো বন্ধু। অন্যদিকে রাত দখলের কর্মসূচীতে প্রতিবাদের সুর দেখা গিয়েছিল পিয়া-পরমের কন্ঠে। বারবার তারা নির্যাতিতার সঠিক বিচার চেয়েছেন।
আরও পড়ুন,
*RG Kar Case: অশ্রুসজল রচনা ব্যানার্জির পোস্ট, ‘কুমিরের অশ্রু’ বলেই কি কটাক্ষ করলেন সাহানা?