আশীর্বাদ নিতে নৈহাটি বড়মা’র মন্দিরে হাজির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী! পুজোর সকল সামগ্রী নিয়ে এদিন তাকে মন্দিরে প্রবেশ করতে দেখা গিয়েছে। সেখান থেকে বেরিয়ে ভক্তদের সাথেও দেখা করেছেন তিনি। অনেকেই জানেন এই পুজোতে মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘দেবী চৌধুরানী।’
বেশ কয়েকদিন ধরেই তার প্রচার চলছে জোরকদমে। আসলে বহুদিন বাদে টলিউডে এমন কোনো ঐতিহাসিক সিনেমা আসতে চলেছে। তাই বেশ সময় নিয়ে সিনেমার শ্যুট থেকে শুরু করে অন্যান্য কাজ সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান-সহ এবার শ্রাবন্তী পৌঁছেছিলেন মায়ের আশীর্বাদ নিতে।
নৈহাটির বড়মা ভীষণই জাগ্রত, ভক্তদের যে কোনো মনের বাসনা তিনি পূরণ করেন। তাইতো জীবনের কোনো শুভ কাজ করার আগে সেখানে আশীর্বাদ নিতে যান সকলে। ব্যতিক্রমী নন শ্রাবন্তীও, তাইতো ‘দেবী চৌধুরানী’র জন্য মায়ের মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন তিনি।
যে ভিডিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে পুজোর থালায় যাবতীয় সামগ্রী নিয়ে তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করছেন। তার সাথে রয়েছেন সিনেমার পরিচালক শুভ্রজিৎ মিত্র। এদিন শ্রাবন্তীকে দেখা যায় লাল-পাড় সাদা শাড়িতে। সাথে খোঁপায় জুঁই ফুলের মালা।
সবমিলিয়ে বেশ সুন্দর লাগছিল তাকে দেখতে। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে উপস্থিত ভক্তদের সাথেও দেখা করেছেন তিনি। এক কথায় বলতে গেলে রীতিমতো কোমর বেঁধে প্রচার শুরু করেছেন এই সিনেমার। উল্লেখ্য, তিনি ছাড়াও সিনেমায় রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক-সহ প্রমুখ তারকারা।