কাছের মানুষ ছেড়ে চলে গিয়েছে তাই বেদনায় কাতর অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি! তার সেই মন খারাপের ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন তাহলে কি আরো একবার মন ভেঙেছে অভিনেত্রীর? কিন্তু আসল বিষয়টি অন্য।
আসুন তাহলে সেই বিষয়ে জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে আসলে। সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। যেখানে নিত্যদিন তার নিজের বিভিন্ন ভিডিও ও ছবি তিনি ভাগ করে নেন। এছাড়া বিভিন্ন ফটোশ্যুটের দৃশ্য তুলে ধরেন। সেখানেই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
এটি মূলত তার ফটোশ্যুটের দিন তৈরি করা হয়েছিল। যেখানে দেখা যায় একটি সাধারণ শাড়ি পরে খোলা চুলে রয়েছেন তিনি। কখনো ভাঙা হৃদয় নিয়ে তাকিয়েছেন সামনের দিকে তাকিয়েছেন আবার কখনো বেদনায় শুয়ে পড়েছেন বিছানায়। চোখেমুখে তার বেদনার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।
আর নেপথ্যে বেজে চলেছে শ্রেয়া ঘোষালের জনপ্রিয় গান ‘উজান।’ আর তিনি এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘মনে কী দ্বিধা রেখে রেখে গেলে, চলে।’ পোস্ট করা মাত্র সেটি তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই তার প্রশংসায় পঞ্চমুখ।
সাথে ট্রোল করতেও ছাড়েননি নেটিজেনরা। কারণ, এর আগে তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েও তিনি সংসার করতে পারেননি। শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটতে হয়েছে তাকে। তাই ফের এরকম পোস্ট দেখে বিভিন্ন মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে। যদিও এসব বিষয়ে কখনোই মুখ খোলেননি এই অভিনেত্রী।